TRENDING:

Rahul Arunoday Banerjee on Tarun Majumdar || তরুণ মজুমদার একটা বিশ্বাসের নাম : 'পলাতক'- এর ভিতরের কথা শোনালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Rahul Arunoday Banerjee on Tarun Majumdar || ছবিটি মুক্তির কয়েকদিন পর রাসবিহারীতে গেছেন তরুণবাবু৷ বিদেশি পত্রিকা কিনতে৷  একজন একটা ক্যাফেতে ডেকে নিয়ে বসালেন৷ সামনে ভানু বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাদর আপ্যায়নে তরুণ বাবুকে চা, জলখাবার খাওয়ালেন৷ তার পর বললেন, 'খাওয়াইলাম ক্যান জানেন? আপনি প্রমাণ কইরা দিসেন কমেডিয়ানদের দিয়াও ভাল রোল হয়!'... "

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অগ্রজকে শ্রদ্ধা অনুজের৷  তরুণ মজুমদারের প্রয়াণে ভারাক্রান্ত অভিনেতা-পরিচালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ লিখলেন,  "তরুণ মজুমদার একটা বিশ্বাসের নাম৷ যিনি বিশ্বাস করেছিলেন পলাতকের নায়কের চেহারা নায়কোচিত হতে পারে না৷ লাইন দিয়ে প্রযোজক দাঁড়িয়ে ছিলেন, স্বয়ং উত্তম কুমার চেয়েছিলেন পলাতক করতে৷ কিন্তু পরিচালক তাতে রাজি নন৷ তাঁর মতে এই চরিত্র করবেন অনুপ কুমার, যিনি বেশিরভাগ ছবিতে কৌতুকের জন্য বিখ্যাত৷ এই প্রস্তাবে কোনও সুস্থ মানুষ সায় দেবে না, দেয়ও নি৷ পরে থেকেছে চিত্রনাট্য দিনের পর দিন৷ শেষ পর্যন্ত ভি শান্তারাম ছবিটি প্রযোজনা করেন৷ তারপর আর কী! ইতিহাস....
advertisement

ছবিটি মুক্তির কয়েকদিন পর রাসবিহারীতে গেছেন তরুণবাবু৷ বিদেশি পত্রিকা কিনতে৷  একজন একটা ক্যাফেতে ডেকে নিয়ে বসালেন৷ সামনে ভানু বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাদর আপ্যায়নে তরুণ বাবুকে চা, জলখাবার খাওয়ালেন৷ তার পর বললেন, 'খাওয়াইলাম ক্যান জানেন? আপনি প্রমাণ কইরা দিসেন কমেডিয়ানদের দিয়াও ভাল রোল হয়!'... "

আরও পড়ুন: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন...

advertisement

আজ আকাশ অংশত মেঘলা৷ চলে গেলেন তরুণ মজুমদার৷ একটা আপাদমস্তক প্রচারমুখর শিল্পের সঙ্গে যুক্ত থেকেও প্রচারবিমুখভাবে চলে গেলেন৷ অবশ্য বেঁচে থাকাকালীনও ছিলেন প্রচারধর্মী হতে চাননি৷ তিনি আজীবন বিশ্বাস করেছেন একটাই কথা, 'আমার তো গল্প বলা কাজ৷'গল্পই তিনি বলেছেন৷ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন ততদিনে নিজেদের ঘরানা তৈরি করে ফেলেছেন। সেই ঘরানার মধ্যে থেকেও তাঁর যাত্রা ছিল সতন্ত্র৷ যেখানে সবটাই কথার কথা৷ আবার তার ব্যপ্তিও সমুদ্রের মতো৷ শুধু বিনোদনের কথা তিনি ভাবেননি৷ শুধু ব্যবসাও না৷ বরং গল্প থেকে বানিয়েছেন অন্য এক নতুন গল্প৷

advertisement

আরও পড়ুন: বর্ষীয়ান চিত্রপরিচালক তরুণ মজুমদার

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

'তালুক ছেড়ে মুলুক ফেলে ঘরের বার' ই হলেন তিনি৷ আবার কোনও এক শারদপ্রাতে হয়তো মনে পড়বে তাঁর আলোকে৷ এও এক ব্যথার উপশম, সমস্ত ক্ষতের মুখে পলি... আপাতত কালের কষ্টিপাথরে লিখে দিয়ে গেলেন এক নাম, সেই নাম চিরতরুণই৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee on Tarun Majumdar || তরুণ মজুমদার একটা বিশ্বাসের নাম : 'পলাতক'- এর ভিতরের কথা শোনালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল