TRENDING:

অস্কারের মঞ্চে এ বার ভারতীয় ছবি ‘চেলো শো’-এর শিশু অভিনেতা রাহুল কোলীর মৃত্যু মারণরোগে

Last Updated:

Rahul Koli Dies: ‘চেলো শো’ শ্যুটিঙের সময় কেউ জানত না রাহুলের শরীরে বাসা বেঁধেছে কঠিন অসুখ৷ রোগের অস্তিত্ব ধরা পড়ে শ্যুটিং শেষ হওয়ার পর ৷ গত চার মাস ধরে তার চিকিৎসা চলছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমদাবাদ : মাত্র দশ বছরে থেমে গেল রাহুল কোলীর পথ চলা৷ মারণরোগ তাকে নিয়ে গেল না ফেরার দেশে৷ ‘চেলো শো’-এ রয়ে গেল রাহুলের অভিনয়৷ শিশু অভিনেতার এটাই ছিল প্রথম ও শেষ ছবি৷ অস্কারের মঞ্চে ভারত থেকে এ বার পাঠানো হয়েছে এই ছবিটাই৷ কিন্তু অস্কারের আঙিনায় কত দূর এগোতে পারল ‘চেলো শো’ বা ‘দ্য লাস্ট ফিল্ম শো’, তা আর দেখা হল না ছোট্ট রাহুলের৷ আমদাবাদের এক ক্যানসার হাসপাতালে গত ২ অক্টোবর চিরঘুমে ঘুমিয়ে পড়েছে লিউকেমিয়া আক্রান্ত রাহুল৷
জামনগরের কাছে হাপা গ্রামে রাহুলের জন্য প্রার্থনাসভার আয়োজন করা হয়
জামনগরের কাছে হাপা গ্রামে রাহুলের জন্য প্রার্থনাসভার আয়োজন করা হয়
advertisement

জামনগরের কাছে হাপা গ্রামে রাহুলের জন্য প্রার্থনাসভার আয়োজন করা হয়৷ তার বাবা, পেশায় অটোরিকশা চালক রামু কোলী বলেন, ‘‘ও খুব খুশি ছিল৷ বার বার বলত যে ১৪ অক্টোবরের পর আমাদের জীবন পাল্টে যাবে৷ কিন্তু তার আগেই ও চলে গেল৷’’ প্রসঙ্গত ১৪ তারিখই মুক্তি পাবে ছবিটি৷ ঘটনাচক্রে সেদিনই অনুষ্ঠিত হবে রাহুলের পারলৌকিক ক্রিয়া৷ গুজরাতি ভাষায় যে অনুষ্ঠানকে বলা হয় ‘তেরমু’৷

advertisement

আমেরিকার পরিচালক প্যান নলিন ওরফে নলিন পাণ্ড্যর জীবনের উপর ভিত্তি করেই আবর্তিত হয়েছে ‘চেলো শো’-এর গল্প৷ সৌরাষ্ট্র অঞ্চলে তাঁর বড় হয়ে ওঠা, ছবির জাদুর প্রতি আকর্ষণ-সবই ধরা পড়েছে ছবিতে৷ সেখানে রাহুল অভিনয় করেছে রেলওয়ে সিগন্যালম্যানের ছেলে মনুর চরিত্রে৷ ছবিতে কেন্দ্রীয় চরিত্র সময়ের ঘনিষ্ঠ বন্ধু এই মনু৷ মোট ৬ জন শিশু অভিনেতা অভিনয় করেছেন এই ছবিতে৷ প্রত্যেক চরিত্রই চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ৷ পরিচালক নলিন জানিয়েছেন রাহুলের মৃত্যুতে ছবির ইউনিটের প্রত্যেকে বিধ্বস্ত৷ তাঁর কথায় ‘‘আমরা সকলে ওর পরিবারের পাশে ছিলাম৷ কিন্তু রাহুলকে রাখতে পারলাম না৷’’

advertisement

আরও পড়ুন : টুইটার ছাড়লেন করণ জোহর! মুছে ফেললেন অ্যাকাউন্ট, তাঁর শেষ টুইটে রেখে গেলেন রহস্য়...

‘চেলো শো’ শ্যুটিঙের সময় কেউ জানত না রাহুলের শরীরে বাসা বেঁধেছে কঠিন অসুখ৷ রোগের অস্তিত্ব ধরা পড়ে শ্যুটিং শেষ হওয়ার পর ৷ গত চার মাস ধরে তার চিকিৎসা চলছিল৷ তবে ‘চেলো শো’-এ রাহুলের অভিনয় দেখবেন তার পরিবার পরিজনরা৷ তিন ভাইবোনের মধ্যে রাহুল ছিল সবথেকে বড়৷ তার চিকিৎসার জন্য অটো রিকশা বিক্রি করে দিতে হয়েছে রামুকে৷ সে কথা জানার পর ছবির ইউনিটের তরফে আবার তাঁকে অটো রিকশা ফিরিয়ে দেওয়া হয়৷

advertisement

আরও পড়ুন :  মানসিক রোগ থাবা বসায় সেখানেও, বলিউডি তারকারা ভুগছেন এই রোগে

বারো দিন আগেই ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া গুজরাতি ভাষার ছবি ‘চেলো শো’-কে ৯৫ তম অস্কারের মঞ্চে পাঠানোর জন্য মনোনীত করে৷ এর আগে ২০০৩ সালে অস্কারে গিয়েছিল গুজরাতি ছবি ‘দ্য গুড রোড৷’ সেটির মতো ‘চেলো শো’-ও প্রতিদ্বন্দ্বিতা করবে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অস্কারের মঞ্চে এ বার ভারতীয় ছবি ‘চেলো শো’-এর শিশু অভিনেতা রাহুল কোলীর মৃত্যু মারণরোগে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল