TRENDING:

Rahul-Priyanka: 'কাটাকুটি হয়ে মিটে গেল সব, নতুন সুযোগ,আবার একসাথে', বিচ্ছেদ ভুলে কি কাছাকাছি এলেন রাহুল-প্রিয়ঙ্কা?

Last Updated:

Rahul-Priyanka: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেতা রাহুল, তার পর থেকেই ক্রমশ জলঘোলা শুরু হয়েছে৷ তবে কি মান অভিমান ভুলে ফের কাছাকাছি আসছেন রাহুল ও প্রিয়াঙ্কা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিউডের জনপ্রিয় কাপল প্রিয়ঙ্কা ও রাহুলকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা৷ অনুরাগীরা সর্বদাই চাইতেন তারা যেন ফের এক হন৷ এবার হয়তো সমস্ত অনুরাগীদের মনের আশা পূরণ হতে চলেছে৷ বিষয়টা শুনে অবাক হলেও এটাই সত্যি৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেতা রাহুল, তার পর থেকেই ক্রমশ জলঘোলা শুরু হয়েছে৷
advertisement

রাহুল ফেসবুকে লেখেন-‘আজ প্রবল বৃষ্টি…তাই বোধহয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব…নতুন সুযোগ,আবার একসাথে’৷ তবে কি মান অভিমান ভুলে ফের কাছাকাছি এলেন রাহুল ও প্রিয়াঙ্কা৷ অভিমানের বরফ গলে অবশেষে কি জল হল? এই প্রশ্নই তুলছেন অনুরাগীরা৷ ছেলে সহজের কথা ভেবেই কি তাঁরা ফের এক হলেন,এমন প্রশ্নই উঠে আসছে৷

advertisement

ব্যক্তিগত কারণের জন্য হামেশাই শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা সরকার৷ অভিনেত্রীর বিবাহিত জীবন নিয়ে কম জলঘোলা হয়নি৷ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলাদা ছিলেন অভিনেত্রী৷ ছেলে সহজের জন্মের পর থেকেই সম্পর্কের মোড় ঘুরে যায়৷

আরও পড়ুন শারীরিক-মানসিক হেনস্তা প্রত্যুষাকে, প্রেমিক রাহুলের নির্যাতনেই আত্মহত্যা করেছিলেন ‘বালিকা বধূ’! জানাল কোর্ট

advertisement

আরও পড়ুন হাই সুগার থাকা সত্ত্বেও চিনির বদলে গুড় খাচ্ছেন? হিতে বিপরীত হলেই কিন্তু মারাত্মক ক্ষতি!

ছেলে সহজকে নিয়ে দিব্যি একাই ছিলেন প্রিয়ঙ্কা। একে অপরের দিকে কাদা-ছোড়াছুড়ি লেগে থাকলেও গত বছর থেকে কিছুটা হলেও তা কমেছিল৷ বছর শেষে প্রিয়াঙ্কার জন্মদিনে রাহুলকে দেখে জল্পনা আরও বেড়েছিল৷ পোশাকে ছিল রংমিলান্তি৷ তারপর থেকে কানাঘুষো চলছিল৷ এবার রাহুলের নয়া পোস্টকে কেন্দ্র করে জল্পনায় যেন সিলমোহর পড়ল৷ উল্লেখ্য, ২০১৮ সাল থেকে আদালতে মামলা চলছিল৷ তবে কি অবশেষে দীর্ঘ পাঁচ বছরের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা? টলিপাড়ার লাভবার্ডসকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul-Priyanka: 'কাটাকুটি হয়ে মিটে গেল সব, নতুন সুযোগ,আবার একসাথে', বিচ্ছেদ ভুলে কি কাছাকাছি এলেন রাহুল-প্রিয়ঙ্কা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল