TRENDING:

Rafiath Rashid Mithila on Tahsan Rahman Khan: ‘যার জীবনে একটা ঘটনা হয়েছে...’ প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রাফিয়ত রাশিদ মিথিলা

Last Updated:

Rafiath Rashid Mithila on Tahsan Rahman Khan: প্রসঙ্গত তাহসান-মিথিলা ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েছিলেন তাঁরা। দীর্ঘ ১১ বছর সংসারের করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ে ভাঙার দু’বছর পরে ২০১৯-এ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক দশকেরও বেশি দাম্পত্যের পর বিচ্ছেদপর্ব পেরিয়ে তিনি নিজে দ্বিতীয়বার সংসার পেতেছেন আগেই৷ এ বার বিয়ে করলেন তাঁর প্রাক্তন স্বামী তাহসান রহমান৷ প্রাক্তন জীবনসঙ্গীর নতুন দাম্পত্য নিয়ে মুখ খুললেন ওপার বাংলার অভিনেত্রী রাফিয়ত রাশিদ মিথিলা। প্রথম সারির এক জনপ্রিয় বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে সৃজিত-ঘরনি বলেন, ‘‘এটা নিয়ে আমার কিছুই বলার নেই৷ এটা নিয়ে আমি কোনও কথাই বলতে চাই না৷ এটা যার যার ব্যক্তিগত বিষয়৷ এটা আমারও ব্যক্তিগত বিষয় নয় যে আমি এটা নিয়ে কথা বলব৷ যার জীবনে একটা ঘটনা হয়েছে, এটা তার ব্যক্তিগত বিষয়৷ আমি আসলে এই ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারে কথাই বলতে চাই না৷’’
তাহসান-মিথিলা ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন
তাহসান-মিথিলা ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন
advertisement

প্রসঙ্গত তাহসান-মিথিলা ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েছিলেন তাঁরা। দীর্ঘ ১১ বছর সংসারের করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ে ভাঙার দু’বছর পরে ২০১৯-এ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। কিন্তু কন্যা আয়রার জন্য প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। ২০২৪-এ ৮ বছর পরে ফের একসঙ্গে কাজ করেন তাহসান-মিথিলা৷ ‘বাজি’ ওয়েব সিরিজ়ে একসঙ্গে দেখা যায় তাঁদের। ফের তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন। কিন্তু সে সব থেকে গিয়েছে গুঞ্জন স্তরেই৷

advertisement

আরও পড়ুন : রক্তাক্ত শরীরে কেন অটোরিকশায় হাসপাতালে যেতে হল? এত তাড়াতাড়ি সুস্থই বা হলেন কী করে? হামলার সেই রাত ঘিরে একাধিক রহস্য ফাঁস করলেন সইফ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ বার নতুন দাম্পত্যে পা রাখলেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসানও৷ চলতি বছরের গোড়ায় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান৷ বর্তমানে মিথিলাও বাংলাদেশেই থাকেন৷ নিজের কাজ এবং মেয়ের জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এই সমাজকর্মী তথা অভিনেত্রী৷ প্রাক্তন জীবনসঙ্গীর নতুন জীবন নিয়ে কোনও মন্তব্যে নারাজ তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rafiath Rashid Mithila on Tahsan Rahman Khan: ‘যার জীবনে একটা ঘটনা হয়েছে...’ প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রাফিয়ত রাশিদ মিথিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল