রবিবার বিশেষ এপিসোডে সুদীপা এক চাঞ্চল্যকর তথ্য সকলের সামনে তুলে ধরেন। রচনা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেকেই জানেন না এই বিশেষ তথ্য। সারাদিন কাজ নিয়েই থাকেন রচনা। সেই সঙ্গে তাঁকে সামলাতে হয় সংসার এবং একমাত্র ছেলে রৌনককেও! তবে রচনার জীবনের এই বিশেষ তথ্য সকলের সামনে সুদীপা তুলে ধরায় বেশ চমকে ওঠেন সকলেই। কী সেই তথ্য! সুদীপা জানান, বেশ কিছু বছর আগের কথা বলছি, আমার পাশেই রচনাদির মেক-আপ রুম ছিল! তা সেখানে একটা বোরখা ঝোলানো থাকত সব সময়! কিন্তু কাউকে সেটা পরতে দেখিনি! আমি একদিন হেয়ার স্টাইলিস্টকে প্রশ্ন করলাম, এই বোরখাটা কে পরে! সে যা বললো তা শুনে তো আমি অবাক!”
advertisement
সুদীপা জানান, “ওই বোরখাটি রচনাদির। এবং রচনাদি তা পরতেন নিয়মিত। তবে শ্যুটিংয়ের জন্য নয়! শ্যুটিং শেষ হয়ে গেলে রচনাদি ওই বোরখা পরে সেটের গাড়ি করে সেখান থেকে মেট্রো স্টেশনে যেতেন! এবং তারপর মেট্রো করে কালিঘাট যেতেন! এবার কালিঘাটে দিদির নিজেরগাড়ি থাকত, তাতে করে বাড়ি যেতেন।
আরও পড়ুন:
কিন্তু এভাবে কষ্ট করে কেন যেতেন তিনি? যাতে তিনি সময় মতো বাড়ি পৌঁছতে পারেন। গাড়িতে গেলে রাস্তার জ্যামে সময় নষ্ট হবে! বাড়ি ফিরে ছেলে রৌনককে সময়ে পড়াতে বসতে হবে। এই কারণে এতটা কষ্ট করতেন রচনাদি!” সুদীপা আরও বলেন, কীভাবে সন্তানকে সঠিক যত্ন নিতে হয় তা রচনাদির থেকে শেখার আছে। এই কথা জানতে পেরেই হাততালিতে ভরিয়ে তোলেন সকলে!