আরও পড়ুনঃ মেলালেন তিনি মেলালেন! রবি-স্মরণের মঞ্চে ফের গলা মেলালেন ইমন-শোভন
২২ শ্রাবণ আপামর বাঙালির কাছে আজও শোকের দিন। কিন্তু যাঁর প্রয়াণ ঘিরে এই শোক, তিনি নিজে বিশ্বাস করতেন বিদায়ের উদযাপনে, সমাপ্তির সমাবর্তনে। তাই এই বছর ২২ শ্রাবণ একটু অন্যরকম ভাবে পালিত হল কবির নানা কাজ, গান, কবিতা, নাটক,ভাবনার মধ্যে দিয়ে। গানে ছিলেন শোভন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী।
advertisement
শেষের কবিতা-এর অংশ বিশেষ নাট্যরূপ পরিবেশন করেন সৌরভ দাস, অঙ্কিতা চক্রবর্তী, অন্যদিকে রক্তকরবী এর নির্বাচিত অংশের নাট্যরূপ পরিবেশন করেন সোহিনী সরকার, ইন্দ্রাশীষ রায়। সমগ্র অনুষ্ঠানের ভাবনা, আবহ, পরিচালনায় যীশু এন্ড দ্যা রেট্রোডিকশনস, রবীন্দ্রনাথের সৃষ্টির পাশাপাশি নিজের লেখা দিয়ে অনুষ্ঠানের চিত্রনাট্য নির্মাণ করেছিলেন কবি শ্রীজাত। ইমনের গাওয়া গানের মধ্যে একি লাবণ্যে পূর্ণ প্রাণ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, তোমায় গান শোনাবো।
শোভনের কন্ঠে মাঝে মাঝে তব দেখা পাই, সমবেত কণ্ঠে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে উল্লেখযোগ্য। যীশু সেনগুপ্ত বললেন, ‘সবাইকে আন্তরিক ধন্যবাদ যাঁরা এই উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছেন। সব শেষে সবার উঠে দাঁড়িয়ে আমাদের কাজকে সমাদর করা আমার চোখে জল এনে দিয়েছিল। ভবিষ্যতে সময়, সুযোগ হলে বাইশে শ্রাবণ আবার হবে।” যীশু সেনগুপ্তের ভাবনায় এক অন্য ধারার বাইশে শ্রাবন উদযাপনের সাক্ষী থাকল শহর কলকাতা।