কিন্তু অবশ্যই 'জোড়ি ব্রেকার্স'-এর জুড়ি কখনও এক হতে পারেননি। তবে জানেন কি, কেবল বিপাশাই তাঁর প্রতি আকৃষ্ট ছিলেন, তা নয়। মাধবনও বিপাশার প্রতি আকৃষ্ট ছিলেন। এবং সে কথা স্বীকারও করেছিলেন বলি নায়ক।
আরও পড়ুন: রণবীর গ্রেফতার হবে নগ্ন হওয়ার জন্য, শাহরুখ বলেছিলেন বহু দিন আগেই!
advertisement
একটি সাক্ষাৎকারে মাধবন বলেছিলেন, ''অবশ্যই আমি বিপাশার প্রতি আকৃষ্ট। না হলে পর্দায় ও রকম রসায়ন তৈরি হবে কী করে? বিপাশা কোনও দিন আমাকে বুঝতে দেয়নি যে ও বড় তারকা। অপূর্ব এক জন মানুষ বিপাশা। পর্দার বাইরে রসায়ন না জমলে পর্দাতেও জমানো যায় না।''
আরও পড়ুন: মনে মনে শাহরুখ-পুত্র আরিয়ানের জন্য প্রেম? ফাঁস হয়ে গেল অনন্যার সিক্রেট
কিন্তু সেই আকর্ষণ আর পরিণতি পায়নি। ২০১৫ সালে 'অ্যালোন' ছবির শ্য়ুটিংয়ের সময়ে করণ সিং গ্রোভারের সঙ্গে আলাপ হয় বিপাশার। দু'জনের বিয়ে হয় ২০১৬ সালে। অন্য দিকে ১৯৯৯ সালে সরিতার সঙ্গে বিয়ে হয় মাধবনের।