সূত্রের খবর, ‘আমরা তিলোত্তমা’র নামে একটি মঞ্চ এই মিছিলের ডাক দেয়। এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ১১ টি দাবি জানানো হবে। কলেজ স্কোয়্যার থেকেই এই মিছিলে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রী।
advertisement
কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারাও যোগ দিয়েছেন এই মহামিছিলে। মিছিল শেষ হওয়ার পর একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে উদ্যোক্তাদের।
আরও পড়ুন: বাড়িতে টিকটিকির ডিম দেখা কীসের সঙ্কেত? ফেলে দেওয়া উচিত শুভ নাকি অশুভ? জানালেন জ্যোতিষী
প্রসঙ্গত, ‘আমরা তিলোত্তমা’ মঞ্চের অন্যতম দুই কাণ্ডারী হলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং নাট্যজগতের পরিচিত মুখ মধুরিমা গোস্বামী। অনির্বান ভট্টাচার্যের স্ত্রী মধুরিমা এবং সোহিনী সোশ্যাল মিডিয়ায় সরব আরজি কর কাণ্ড নিয়ে। সোহিনী-মধুরিমাদের উদ্যোগেই ১ সেপ্টেম্বর এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।