TRENDING:

RG Kar Protest: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও

Last Updated:

RG Kar Protest: আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে ফের পথে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। রবিবার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মহামিছিল। চলবে ধর্মতলা পর্যন্ত। মিছিলে স্বস্তিকা মুখোপাধ‍্যায়, অপর্ণা সেন, উষসী চক্রবর্তীর মতো একাধিক টলিসেলেব যোগদান করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে ফের পথে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। রবিবার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মহামিছিল। চলবে ধর্মতলা পর্যন্ত। মিছিলে স্বস্তিকা মুখোপাধ‍্যায়, অপর্ণা সেন, উষসী চক্রবর্তীর মতো একাধিক টলিসেলেব যোগদান করেছেন।
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও
advertisement

সূত্রের খবর, ‘আমরা তিলোত্তমা’র নামে একটি মঞ্চ এই মিছিলের ডাক দেয়। এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন‍্য ১১ টি দাবি জানানো হবে। কলেজ স্ক‍োয়‍্যার থেকেই এই মিছিলে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রী।

আরও পড়ুন: বাড়বে ত্বকের জেল্লা, কমবে স্ট্রেস, একাধিক গুণের ভাণ্ডার অ‍্যান্টিঅক্সিডেন্টে ভরা আমন্ড! কিন্তু কীভাবে খাচ্ছেন? একই ভুল আপনিও করছেন না তো?

advertisement

কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারাও যোগ দিয়েছেন এই মহামিছিলে। মিছিল শেষ হওয়ার পর একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে উদ্যোক্তাদের।

আরও পড়ুন: বাড়িতে টিকটিকির ডিম দেখা কীসের সঙ্কেত? ফেলে দেওয়া উচিত শুভ নাকি অশুভ? জানালেন জ‍্যোতিষী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, ‘আমরা তিলোত্তমা’ মঞ্চের অন‍্যতম দুই কাণ্ডারী হলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং নাট‍্যজগতের পরিচিত মুখ মধুরিমা গোস্বামী। অনির্বান ভট্টাচার্যের স্ত্রী মধুরিমা এবং সোহিনী সোশ‍্যাল মিডিয়ায় সরব আরজি কর কাণ্ড নিয়ে। সোহিনী-মধুরিমাদের উদ‍্যোগেই ১ সেপ্টেম্বর এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
RG Kar Protest: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল