মঙ্গলবার দীপ সিধু(Deep Sidhu) কুন্ডলি হাইওয়েতে নিজের স্করপিও চালিয়েই যাচ্ছিলেন। পাশে ছিলেন তাঁর আমেরিকান বান্ধবী। সেই সময় রাস্তার পাশে দাঁড়িবে থাকা একটি কন্টেইনারে ধাক্কা মারে তাঁর গাড়ি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দু'জনকেই। হাসপাতালে নিয়ে গেলে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসা চলছে বান্ধবীর।
প্রসঙ্গত গত বছর দিল্লির সীমান্ত এলাকা উত্তাল হয়েছিল কৃষকদের আন্দোলনে। ২৬ জানুয়ারি কৃষকরা ট্র্যাক্টর ব়্যালির আয়োজন করেছিল। সেই মিছিলে সামিল হয়েছিলেন দীপ সিধুও(Deep Sidhu)। কিন্তু তিনি নির্ধারিত পথ পরিবর্তন করে মিছিল নিয়ে চলে যান লালকেল্লায়। সেখানে তৈরি হয় বিশৃঙ্খলা। তারপর অবশ্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ততক্ষণে আন্দোলনকারী কৃষকরাও মুখ ফিরিয়ে নিয়েছিল তাঁর দিক থেকে। আন্দোলনকারী কৃষকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল দীপ সিধুর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: 'গানে মোর কোন ইন্দ্রধনু' ! ১৯৫৪ সাল ! পথ চলা শুরু সন্ধ্যা-সুচিত্রার ! বাস্তবেও তাঁরা প্রিয় বন্ধু !
লালকেল্লায় হিংসার ঘটনায় অভিযুক্ত দীপ সিধুর(Deep Sidhu) বিচার চলছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। দীপ সিধুর বাড়ি পঞ্জাবের মুক্তরাস জেলার উদাইকারম গ্রামে। ২০১৫ সালে পঞ্জাবি চলচ্চিত্র 'রামতা যোগী' দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সিধু। যেখানে সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ছবিটি প্রযোজনা করেছিল অভিনেতা ধর্মেন্দ্রর প্রোডাকশন হাউস। 'রামতা যোগী' ছাড়াও 'সাডে আলে' ও 'দেশি' সিনেমায় অভিনয় করেছিলেন সিধু। অভিনয় ছাড়া সব সময় নানা সামাজিক কাজে তিনি নিজেকে যুক্ত রেখেছেন। স্বাভাবিক ভাবেই এই অভিনেতার অকাল প্রয়ানে ফের শোকের ছায়া নেমেছে।
