TRENDING:

Deep Sidhu: পথ দুর্ঘটনায় মৃত লালকেল্লা হিংসায় অভিযুক্ত পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু !

Last Updated:

Deep Sidhu: কৃষক আন্দোলনের সময়ে শিরোনামে আসেন তিনি। পথ দুর্ঘটনায় নিহত পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  পথ দুর্ঘটনায় নিহত পাঞ্জাবের জনপ্রিয় অভিনেতা দীপ সিধু (Deep Sidhu)। দিল্লিতে কৃষক আন্দোলনের সময় তাঁর ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আন্দোলনকারী কৃষকদের পাশে থেকে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সরব হয়েছিলেন তিনি। অন্যদিকে তাঁর নাম জড়িয়ে গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে লালকেল্লায় হওয়া হামলার সঙ্গেও। দিল্লির কুঞ্জলি মানেসার হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
photo source ANI
photo source ANI
advertisement

মঙ্গলবার দীপ সিধু(Deep Sidhu) কুন্ডলি হাইওয়েতে নিজের স্করপিও চালিয়েই যাচ্ছিলেন। পাশে ছিলেন তাঁর আমেরিকান বান্ধবী। সেই সময় রাস্তার পাশে দাঁড়িবে থাকা একটি কন্টেইনারে ধাক্কা মারে তাঁর গাড়ি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দু'জনকেই। হাসপাতালে নিয়ে গেলে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসা চলছে বান্ধবীর।

প্রসঙ্গত গত বছর দিল্লির সীমান্ত এলাকা উত্তাল হয়েছিল কৃষকদের আন্দোলনে। ২৬ জানুয়ারি কৃষকরা ট্র্যাক্টর ব়্যালির আয়োজন করেছিল। সেই মিছিলে সামিল হয়েছিলেন দীপ সিধুও(Deep Sidhu)। কিন্তু তিনি নির্ধারিত পথ পরিবর্তন করে মিছিল নিয়ে চলে যান লালকেল্লায়। সেখানে তৈরি হয় বিশৃঙ্খলা। তারপর অবশ্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ততক্ষণে আন্দোলনকারী কৃষকরাও মুখ ফিরিয়ে নিয়েছিল তাঁর দিক থেকে। আন্দোলনকারী কৃষকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল দীপ সিধুর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

advertisement

 আরও পড়ুন: 'গানে মোর কোন ইন্দ্রধনু' ! ১৯৫৪ সাল ! পথ চলা শুরু সন্ধ্যা-সুচিত্রার ! বাস্তবেও তাঁরা প্রিয় বন্ধু !

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

লালকেল্লায় হিংসার ঘটনায় অভিযুক্ত দীপ সিধুর(Deep Sidhu) বিচার চলছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। দীপ সিধুর বাড়ি পঞ্জাবের মুক্তরাস জেলার উদাইকারম গ্রামে। ২০১৫ সালে পঞ্জাবি চলচ্চিত্র 'রামতা যোগী' দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সিধু। যেখানে সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ছবিটি প্রযোজনা করেছিল অভিনেতা ধর্মেন্দ্রর প্রোডাকশন হাউস। 'রামতা যোগী' ছাড়াও 'সাডে আলে' ও 'দেশি' সিনেমায় অভিনয় করেছিলেন সিধু। অভিনয় ছাড়া সব সময় নানা সামাজিক কাজে তিনি নিজেকে যুক্ত রেখেছেন। স্বাভাবিক ভাবেই এই অভিনেতার অকাল প্রয়ানে ফের শোকের ছায়া নেমেছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Deep Sidhu: পথ দুর্ঘটনায় মৃত লালকেল্লা হিংসায় অভিযুক্ত পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল