বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের সঙ্গেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করলেন নায়ক৷ প্রসেনজিতের সঙ্গেই উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও৷ পর্দার তারকাকে সামনে পেয়ে খুশি সকলে। প্রসেনজিৎ এবং ঋতাভরী স্কুলের কচিকাঁচাদের সঙ্গে রিপাবলিক ডে সেলিব্রেট করলেন। ছোটদের আবদার মেনে সকলের সঙ্গে ছবিও তুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
advertisement
প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রবিবার সন্ধ্য়ায় পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে রয়েছেন বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়-এর নাম।
২০২৬ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হল পদ্ম পুরস্কার প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়। ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। বাংলা থেকে এই সেরার মকুট পরতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, হরিমাধব মুখোপাধ্য়ায়, জ্যোতিষ দেবনাথ, অশোককুমার হালদার, শ্রীকুমার বোস, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু, সরোজ মণ্ডল। বাংলার জন্য এ এক গর্বের দিন বটে।
আরও পড়ুন: বুধ-শুক্রের যুতি! ২ শক্তিশালী গ্রহের মিলনে গোল্ডেন টাইম শুরু হবে ৫ রাশির, টাকার বৃষ্টি
সেই আশির দশক থেকে আজ পর্যন্ত— টলিউডের নায়ক প্রসেনজিৎ। পুরোদস্তুর বাণিজ্যিক ছবি হোক বা বিকল্প ধারা বাংলা ছবিতে তিনি যেন এক মাইল ফলক। ছোট্ট জিজ্ঞাসাতে শিশু শিল্পী হিসাবে অভিনয় জীবন শুরু। নায়ক হিসাবে প্রথম অভিনয় দুটি পাতা। ঋতুপর্ণ ঘোষের ‘দোসর’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। চোখের বালি, উনিশে এপ্রিল, শেষ পাতা কিংবা বাইশে শ্রাবণ, জাতিস্মর-অটোগ্রাফের মতো বিকল্প ধারার ছবিতে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। তারই যোগ্য স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। ‘শঙ্খচিল’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পান তিনি।প্রসঙ্গত প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র-কে দেওয়া হয়েছে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান।
