বুধবার শহর কলকাতার এক রেস্তরাঁয় প্রকাশ্যে এল ছবির লোগো ও ফার্স্ট লুক পোস্টার। সাক্ষী থাকলেন ঋতুপর্ণা আর বুম্বাদা। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি, তবে এদিনের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন এসভিএফ-এর কর্ণধার শ্রীকান্ত মোহতা।
মাঝে ১৫ বছর কাজ করেননি একসঙ্গে। ‘প্রাক্তন’-এর হাত ধরে হয়েছিল তাঁদের ব্লকবাস্টার কামব্যাক। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে অভিনয় করেন তাঁরা। মাঝে কেটেছে প্রায় ৫ বছর। ২০২৪-এ পর্দায় ফিরছে এই জুটি। ফার্স্ট লুকে দেখা গেল পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণা। নায়িকার পরনে লাল রঙা শাড়ি, কালো হাফ শার্ট আর ডেনিমে টলিউড ইন্ডাস্ট্রি।
আরও পড়ুন: শীতকালে মাথায় দলা দলা খুশকি দূর করার ওস্তাদ, সহজলভ্য এই পাতাটি চেনেন? খুবই পরিচিত
একসময় বাণিজ্যিক ধারার ছবিতে সবচেয়ে সফল জুটি ছিল বুম্বাদা এবং ঋতুপর্ণার। এরপর নানা কারণে একটা দীর্ঘ সময়ে দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি, কামব্যাক করলেন শিবু-নন্দিতার ‘প্রাক্তন’ দিয়ে। প্রসেনজিৎ, ঋতুপর্ণা দুজনেই বললেন, সিনেমার ইতিহাসে আর কোন অভিনেতা অভিনেত্রী জুটি হিসেবে ৫০ টি ছবি একসঙ্গে করেছেন, তা জানা নেই তাঁদের। বাংলা ছবির তো বটেই, খুব সম্ভবত ভারতীয় ছবির ক্ষেত্রেই এটি রেকর্ড।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F