TRENDING:

একসঙ্গে কী করছেন প্রসেনজিৎ, জিৎ আর সোহম ? টলিপাড়ায় হইহই

Last Updated:

একই পর্দায় তিন খেলোয়ার--প্রসেনজিৎ, জিৎ ও সোহম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কাকে ছেড়ে কাকে দেখবেন? পর্দায় টলিটাউনের তিন তুখড় খেলোয়ার! প্রসেনজিৎ, জিৎ ও সোহম! এখানেই শেষ নয়। তিন নায়কের মতো, ছবির পরিচালকও তিনজন। রাজা চন্দ, সুজিত মণ্ডল এবং হরনাথ চক্রবর্তী! অভিনব সেই ছবির নাম- ‘বাঘ বন্দি খেলা’। প্রযোজক সুরিন্দর ফিল্মস।
advertisement

তা হলে গোড়া থেকে বলা যাক! ‘বাঘ’, ‘বন্দি’ ও ‘খেলা’— তিনটে আলাদা স্বল্পদৈর্ঘের গল্পকে একসঙ্গে গেঁথে তৈরি হয়েছে ‘বাঘ বন্দি খেলা’। 'বাঘ'-এর পরিচালক রাজা চন্দ। এখানে দেখা মিলবে জিৎ- সায়ন্তিকা জুটির। যেখানে 'বাঘ'-এর শেষ, সেখান থেকেই শুরু হয়েছে দ্বিতীয় ছবি 'বন্দি'। পরিচালনা সুজিত মণ্ডলের। এখানে নায়ক সোহম, নায়িকা শ্রাবন্তী। ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ভরত কল। 'বন্দি'র শুটিং হয়েছে কলকাতা ও বারাণসীতে। এই ছবিটি শেষ হয়েছে একটি কোর্ট রুমে, আর সেই কোর্ট রুম থেকেই শুরু ‘খেলা’-র। পরিচালক হরনাথ চক্রবর্তী। এখানে একজন আইনজীবীর চরিত্রে দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। রয়েছেন অঞ্জনা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, অয়ন ভট্টাচার্য, ঋত্বিকা সেন-ও।

advertisement

তবে, প্রেক্ষাগৃহে নয়, 'বঘ বন্দি খেলা' মুক্তি পাবে টেলিভিশনে। কিন্তু কবে? কোন চ্যানেলে? খোলসা করেননি পরিচালক বা প্রযোজনা সংস্থা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন-ক্যাটরিনা বড্ড বিপজ্জনক মানুষ, অভিযোগ সোনাক্ষীর !

বাংলা খবর/ খবর/বিনোদন/
একসঙ্গে কী করছেন প্রসেনজিৎ, জিৎ আর সোহম ? টলিপাড়ায় হইহই