TRENDING:

Prosenjit Chatterjee: অনলাইনে খাবার অর্ডার করেও পেলেন না, মোদি- মমতার কাছে অভিযোগ জানালেন প্রসেনজিৎ

Last Updated:

প্রসেনজিতের অভিযোগ, গত ৩ নভেম্বর একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলেন তিনি৷ কিন্তু সেই খাবার আর তাঁর কাছে এসে পৌঁছয়নি (Prosenjit Chatterjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এমন অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়৷ অনলাইন অ্যাপে খাবার অর্ডার করে এবার একই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)৷ অভিনেতার অভিযোগ, একটি ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করলেও খাবারই পাননি তিনি৷ বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠিও লিখেছেন প্রসেনজিৎ৷ নিজের হয়রানির কথা ট্যুইট করেও জানিয়েছেন অভিনেতা৷
খাবার অর্ডার করে হয়রানির শিকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷
খাবার অর্ডার করে হয়রানির শিকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷
advertisement

প্রসেনজিতের অভিযোগ, গত ৩ নভেম্বর একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলেন তিনি৷ কিন্তু সেই খাবার আর তাঁর কাছে এসে পৌঁছয়নি৷ অথচ ওই ফুড ডেলিভারি অ্যাপে দেখানো হয়, খাবার ডেলিভারি করা হয়ে গিয়েছে৷

আরও পড়ুন: দীপাবলিতে হবু শাশুড়ির কাছ থেকে কী উপহার পেলেন ক্যাটরিনা?

advertisement

নিজের এই হয়রানির কথা জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ তাঁর মতে, এমন অভিজ্ঞতা যে কোনও দিন, যে কারও হতে পারে৷

advertisement

নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রসেনজিৎ লিখেছেন, 'আমি বিষয়টি নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি কারণ এমনটা যে কারও সঙ্গে হতে পারে৷ যদি কেউ বাড়িতে অতিথিদের জন্য খাবার অর্ডার করে আর তা এসে না পৌঁছয় তখন কী হবে? যদি কেউ নৈশভোজের জন্য খাবার অর্ডার করে না পান, সেক্ষেত্রেই বা কী হবে? তাঁরা কি অভুক্ত থাকবেন? এমন অনেক পরিস্থিতিই তৈরি হতে পারে৷ সেই কারণেই বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন৷'

advertisement

আরও পড়ুন: একে অপরকে জড়িয়ে, চোখে চোখ রেখে উৎসবে সামিল রণবীর-আলিয়া! কীসের ইঙ্গিত?

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

প্রসেনজিৎ অবশ্য জানিয়েছেন, তিনি কাউকে দোষারোপ করছেন না৷ কিন্তু খাবার, ওষুধের মতো জিনিসের সরবরাহের ক্ষেত্রে জড়িত প্রত্যেককেই আরও দায়িত্ববান হওয়া উচিত বলেই তিনি মনে করেন৷ অভিনেতা আরও জানিয়েছেন, খাবার না পাওয়ার অভিযোগ জানানোর পর ওই ফুড ডেলিভারি অ্যাপ সংস্থার তরফে খাবারের দাম ফেরত দিয়ে দেওয়া হয়৷ কারণ অর্ডার দিয়ে আগে ভাগেই তিনি দাম মিটিয়ে দিয়েছিলেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prosenjit Chatterjee: অনলাইনে খাবার অর্ডার করেও পেলেন না, মোদি- মমতার কাছে অভিযোগ জানালেন প্রসেনজিৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল