বৃহস্পতিবার সকালেই তাঁদের গায়ে হলুদের ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। হলুদ শাড়িতে কনে, হলুদ পাঞ্জাবিতে বর। হাতে মেহেন্দি করে শাঁখাপলা পরে ছবি দিয়েছিলেন দুর্নিবার। তার পরই সন্ধ্যা থেকে কলকাতার পাঁচতারা হোটেল জমজমাট। এক এক করে তারকার সমাবেশ ঘটল। অতিথিদের আপ্যায়নে ত্রুটি রাখলেন না প্রসেনজিৎ। শঙ্খ বাজিয়ে মেয়ের বিয়ে দিলেন যেন বাবা। প্রসেনজিতের ভূমিকায় মুগ্ধ গোটা নেটপাড়া। ইন্ডাস্ট্রির বুম্বাদা এবং তাঁর ছেলে মিশুক সব দিকের খেয়াল রাখলেন। সঙ্গে ছিলেন মোহরের গোটা পরিবার।
advertisement
লাল বেনারসী আর সোনার গয়নায় সেজে উঠলেন মোহর। বর আসার পর বরযাত্রীর যত্ন নেওয়া হল কনেপক্ষের তরফে। লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি পরে বিয়ের আসরে পৌঁছলেন দুর্নিবার। গলায় গোলাপের মালা। মুখ ভরা হাসি।
আরও পড়ুন: শাঁখ বাজালেন বুম্বাদা, দুর্নিবার-মোহরের বিয়ের ঝলমলে আয়োজনে মধ্যমণি প্রসেনজিৎ
আরও পড়ুন: ধুতিতে বর, ঝলমলে বেনারসিতে কনে, সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ে সারলেন মোহর-দুর্নিবার, দেখুন ছবি
অতিথি তালিকায় নেহাতই ছোট নয়। প্রসেনজিতের দিদি পল্লবী চট্টোপাধ্যায়, ইশা সাহা, অনুভব কাঞ্জিলাল, ঋষভ বসু, দিতিপ্রিয়া রায়, পরিচালক সম্রাট শর্মা, রণজয় ভট্টাচার্য, চিত্রনাট্যকার রোহিত দে, ঈপ্সিতা মুখোপাধ্যায় প্রমুখ। একটু বেশি রাচের দিকে এসে পৌঁছলেন টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। সুপারহিট জুটির সঙ্গে ছবি তুলতে ভুললেন না নবদম্পতি। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল।
বিয়ের বাসরে আজ সারারাত গান হবে। হবে নাচও। সঙ্গীতশিল্পীর বিয়েতে পর্শিয়া, শ্রাবণ, তীর্থ, কৌশিকদের মতো তারকা সঙ্গীতশিল্পীদের ভিড় জমেছে। নতুন জীবন শুরু মোহর-দুর্নিবারের। ইন্ডাস্ট্রির দুই স্তম্ভের আশীর্বাদ যে তাঁদের মাথায়, তা স্পষ্ট হল এই ছবিতে।