কিন্তু অভিনেত্রীর এমন দুর্ঘটনার খবরে স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়ে যান ইন্ডাস্ট্রি, পরিবার থেকে তাঁর ভক্ত-অনুরাগীরা (Priyanka Sarkar Health Update)। রবিবার অবশ্য, সকলের উদ্বেগের কথা ভেবে নিজেই বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে পোস্ট করে বড়সড় বার্তা দিয়েছেন নায়িকা (Priyanka Sarkar Health Update)। তিনি লিখেছেন, 'যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, খোঁজ নিয়েছেন, তাঁদের ধন্যবাদ। গত পরশু রাতে আমি একটি দুর্ঘটনার মুখোমুখি হই। সেই কারণেই গতকাল আমার একটি অস্ত্রোপচার হয়। ঈশ্বরের কৃপায় এবং ভালো চিকিৎসা পেয়ে এখন আমি ভালো আছি। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আপনারা আমার সঙ্গে থাকবে বলে আশা করি।' (Priyanka Sarkar Health Update)
advertisement
আরও পড়ুন: পা ভেঙে হাসপাতালে প্রিয়াঙ্কা ! কেমন আছে ছেলে সহজ? জানালেন প্রাক্তন স্বামী রাহুল
পায়ের অবস্থা প্রিয়াঙ্কার এতটাই গুরুতর যে, শনিবার দুপুরেই ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে হয়। অর্জুন সামান্য চোট পেলেও পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে প্রিয়াঙ্কা সরকারের। এই খবর জানার পর বাড়িতে মায়ের জন্য কান্নায় ভেঙে পড়ে ছোট্ট সহজ। রাহুল ও প্রিয়াঙ্কার ছেলে সহজ। এই জুটির ডিভোর্সের পর মায়ের সঙ্গেই থাকে সহজ।
আরও পড়ুন: অপারেশন টেবিলেও দ্রুত কাজে ফেরার আবদার প্রিয়াঙ্কার, গ্রেফতার অভিযুক্ত বাইক চালক
প্রিয়াঙ্কার (Priyanka Sarkar) ডান পায়ে এক্সরে করার পরই চিকিৎসকরা নিশ্চিত হন যে তাঁর ডান পায়ের হাঁটুর তলার হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। চিকিৎসা পরিভাষায় এটিকে টিবিয়া বলা হয়, অর্থাৎ হাঁটুর তলার যে মূল হাড়। মানব শরীরে ফিমারের পর এই টিবিয়া হলো সবথেকে বড়ো হাড়। আর সেই হাড় খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ায় অত্যন্ত গুরুতর জটিল অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।