যতদিন ধরে বিয়ে হয়েছিল তাঁর পর থেকে মানসিক এবং শারীরিক অত্যাচার চলেছে তাঁর উপর, রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানালেন প্রিয়াঙ্কা ৷ গত দু’বছর ধরে লড়াইয়ের জেরে সমস্যায় পড়েছেন তাঁদের ছোট্ট সন্তান সহজ ৷
এ নিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি ৷ তবে সন্তানের প্রচণ্ড অসুবিধে হওয়ার কারণেই এবার মুখ খুললেন অভিনেত্রী ৷ প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁদের সন্তান সহজের ভরনপোষণের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাহুলের ৷ সে নিয়েও রাহুল দায়িত্ব নেননি বলে অভিযোগ প্রিয়াঙ্কার ৷ তিনি বলেন, ‘‘সহজের দায়িত্ব নিচ্ছে না ও ৷ এ বছর সহজের স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল ৷ এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থ ৷ একটা সময় তা দেবে বলেছিল রাহুল ৷ কিন্তু লাস্ট মিনিটে এসে সব কিছু উড়িয়ে দেন তিনি ৷’’ এমনকী রাহুল বন্দ্যোপাধ্যায় তাঁদের সন্তান সহজের অস্তিত্বকেও অস্বীকার করেছেন বলে অভিযোগ ৷
advertisement
এতদিন ধরে তাঁরা আলাদা থাকলে পরেও ৷ কেউই মামলা করেনননি একে অপরের বিরুদ্ধে ৷ সম্প্রতি রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা ৷ সেখানে রাহুলের বিরুদ্ধে প্রতরণা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মামলা করেছেন তিনি ৷ আগামী জুলাই মাসে এ নিয়ে একটি শুনানির দিন ধার্য রয়েছে ৷
ইনপুট: দেবপ্রিয় দত্ত মজুমদার