ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে ২০ বছর আগের সেই মুহূর্ত। যখন দুচোখে আনন্দের কান্না ঝড়ে ছিল প্রিয়াঙ্কার। এর পর ধীরে ধীরে বলিউডে পা। শাহরুখ খান, হৃতিক রোশন, শাহিদ কাপুর থেকে শুরু করে বলিউডের প্রায় সব অভিনেতার সঙ্গেই পাল্লা দিয়ে অভিনয় করেছেন পিগিচপস। আর আজ তিনি নিজের সব স্বপ্নকে সত্যি করেছেন। বয়সে ১০ বছরের ছোট নিককে ভালোবেসে বিয়ে করেছেন। তাঁর বিয়ে নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল। তবে সে সবে কান দেওয়ার পাত্রী তিনি নন।
কয়েকদিন আগেই প্রিয়াঙ্কার মা মধু চোপরা জানিয়েছেন," যেদিন প্রিয়াঙ্কা মিস ওর্য়াল্ড হয় গর্বে আমার বুক ভরে গিয়েছিল। ওকে দুহাতে বুকে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু সে সময় আমি খুব হাস্যকর একটি কথা বলেছিলাম। যা হয়তো সে সময় আমার বলা উচিত ছিল না। ওর তখন মাত্র ১৮ বছর বয়স। বলেছিলাম, বেবি এবার তোমার পড়াশুনোর কি হবে? এ কথা ভাবলে নিজেরই এখন হাসি পায়।" আজ ২০ বছর পর গোটা বলিউড ফের একবার নস্টালজিক পিগিচপসের এই সাফল্যে।