শোনা যাচ্ছে, বাঙালি পরিচালক সোনালি বসু 'দ্য স্কাই ইজ পিঙ্ক'নামে একটি ‘ছবি বানাতে চলেছে যাতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ জানা গিয়েছে, ছবিটি আইশা চৌধুরী নামে একজন তরুণ মোটিভেশনাল স্পিকারের জীবনের ওপর নির্মিত। যে একটি বিরল ব্যাধি নিয়ে বেড়ে উঠেছে। যে চরিত্রটিতে অভিনয় করবেন জায়রা ওয়াসিম। আর প্রিয়াঙ্কা করবেন জায়রার মায়ের চরিত্র। এছাড়া এই ছবিটিতে অভিনয় করবেন ফারহান আখতারও।
advertisement
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রিয়াঙ্কা একটি পোস্টও করেছেন ৷ গতকাল এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা। তিনি স্ক্রিপ্টের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, শুরু হলো প্রস্তুতি, হিন্দি সিনেমার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 09, 2018 4:42 PM IST
