সম্প্রতি আমের প্রতি ভালবাসা ও টান থেকে ইনস্টাগ্রামে এক অদ্ভুত প্রশ্নও করে ফেলেছেন নায়িকা। একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা গিয়েছে মেক-আপ করতে করতে আম খাচ্ছেন নায়িকা। সেখানেই তিনি তাঁর অনুরাগীদের প্রশ্ন করেছেন, 'স্মাগলিং কি আইনসম্মত? এক বন্ধুর জন্য জানতে চাইছি'। আর এই প্রশ্নের সঙ্গেই রয়েছে আমের ইমোজি। অর্থাৎ দেশ থেকে বিদেশে আমের স্মাগলিং করতে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া।
advertisement
আরও পড়ুন: ৬০ বছরের পুরনো বেনারসি শাড়ি 'কেটেছেঁটে' সেটাই পরে আম্বানিদের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা! কী কাণ্ড দেখুন
এই ফল নায়িকার এতটাই প্রিয় যে আম পাচারকারীও হয়ে উঠতে রাজি তিনি। আমের প্রতি অগাধ ভালবাসা থেকেই এমন মজার ছলে স্মাগলিং করারও বার্তা দিয়ে ফেলেছেন দেশি গার্ল। কিছুদিন আগেই মুম্বইতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীও এসেছিল। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে দেখা গিয়েছিল নিক ও প্রিয়াঙ্কাকে।
আরও পড়ুন: রাজেশ খান্নার বদভ্যাসের জন্যই হিট জুটি ভাঙতে বাধ্য হয়েছিলেন শর্মিলা ঠাকুর, কারণ জানলে চমকে যাবেন!
বরাবরই ফ্যাশন নিয়ে সচেতন প্রিয়াঙ্কা চোপড়া NMACC-র দ্বিতীয় দিনের অনুষ্ঠানে পরেছিলেন ৬০ বছরের পুরনো এক বেনারসি শাড়ি। তবে সেটি শাড়ির মতো না পরে, দিয়েছিবেন তাতে ইন্দো-ওয়েস্টার্ন ফ্যাশনের ছোঁয়া। ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি এই পোশাক প্রায় ৬ মাস ধরে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় অনুষ্ঠানে ভারতের পোশাককে গ্লোবাল ফ্যাশনে পরিণত করেছেন ডিজাইনার অমিত আগরওয়াল।