TRENDING:

Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া স্মাগলিং করতে চাইছেন, কীসের পাচার? জানলে মাথা ঘুরে যাবে!

Last Updated:

Priyanka Chopra: কিছুদিন আগেই মুম্বইতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীও এসেছিল। তারপরেই এমন ইচ্ছে নায়িকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: গরমের দিনে এই একটা জিনিস না খেলেই নয়। এবং একবারে বলা যায়, গ্রীষ্মের দাবদাহে আম না খেয়ে কেউই থাকতে পারেন না। ফলের রাজা আমের রমরমা তো এই গরমের দিনেই। ল্যাংড়া, হিমসাগর, আলফানসো, দশেরি, চৌসার মতো কত ধরনের সব রসাল আম। কী তার স্বাদ, কী তার গন্ধ। আপনি কি জানেন, আমাদের মতোই এমন আমের ভক্ত তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া? বিয়ের পর ও কাজের তাগিদে দেশ ছেড়ে এখন মার্কিন মুলুকেই তাঁর বসবাস।
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া
advertisement

সম্প্রতি আমের প্রতি ভালবাসা ও টান থেকে ইনস্টাগ্রামে এক অদ্ভুত প্রশ্নও করে ফেলেছেন নায়িকা। একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা গিয়েছে মেক-আপ করতে করতে আম খাচ্ছেন নায়িকা। সেখানেই তিনি তাঁর অনুরাগীদের প্রশ্ন করেছেন, 'স্মাগলিং কি আইনসম্মত? এক বন্ধুর জন্য জানতে চাইছি'। আর এই প্রশ্নের সঙ্গেই রয়েছে আমের ইমোজি। অর্থাৎ দেশ থেকে বিদেশে আমের স্মাগলিং করতে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া।

advertisement

.

আরও পড়ুন: ৬০ বছরের পুরনো বেনারসি শাড়ি 'কেটেছেঁটে' সেটাই পরে আম্বানিদের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা! কী কাণ্ড দেখুন

এই ফল নায়িকার এতটাই প্রিয় যে আম পাচারকারীও হয়ে উঠতে রাজি তিনি। আমের প্রতি অগাধ ভালবাসা থেকেই এমন মজার ছলে স্মাগলিং করারও বার্তা দিয়ে ফেলেছেন দেশি গার্ল। কিছুদিন আগেই মুম্বইতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীও এসেছিল। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে দেখা গিয়েছিল নিক ও প্রিয়াঙ্কাকে।

advertisement

আরও পড়ুন: রাজেশ খান্নার বদভ্যাসের জন্যই হিট জুটি ভাঙতে বাধ্য হয়েছিলেন শর্মিলা ঠাকুর, কারণ জানলে চমকে যাবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

বরাবরই ফ্যাশন নিয়ে সচেতন প্রিয়াঙ্কা চোপড়া NMACC-র দ্বিতীয় দিনের অনুষ্ঠানে পরেছিলেন ৬০ বছরের পুরনো এক বেনারসি শাড়ি। তবে সেটি শাড়ির মতো না পরে, দিয়েছিবেন তাতে ইন্দো-ওয়েস্টার্ন ফ্যাশনের ছোঁয়া। ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি এই পোশাক প্রায় ৬ মাস ধরে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় অনুষ্ঠানে ভারতের পোশাককে গ্লোবাল ফ্যাশনে পরিণত করেছেন ডিজাইনার অমিত আগরওয়াল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া স্মাগলিং করতে চাইছেন, কীসের পাচার? জানলে মাথা ঘুরে যাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল