TRENDING:

প্রিয়াঙ্কার গোটা পরিবারের সঙ্গে গোয়ায় সময় কাটাচ্ছেন নিক, বাড়ছে জল্পনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানাজি: আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে ‘ভরত’-এর শুটিং। পরিচালক আলি আব্বাস জাফরের সিনেমার শুটিং শুরু করার আগে এবার মুম্বইয়ে ফিরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে একা নন ৷ পিগি চপসের সঙ্গে এসেছেন মার্কিন পপ তারকা নিক জোনাসও ৷ সঙ্গে নিয়েই মুম্বাইতে হাজির হয়েছেন পিগি চপস ৷
advertisement

শোনা যাচ্ছে, মা মধু চোপড়ার সঙ্গে দেখা করিয়ে দিতেই নিককে নিয়ে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। নিক এবং প্রিয়াঙ্কা মুম্বাই বিমানবন্দরে হাজির হওয়ার সঙ্গে সঙ্গেই পাপারাত্জি তাঁদের ঘিরে ধরে। এরপর নিকের সঙ্গে লাঞ্চ ডেট হোক কিংবা ডিনার ডেট, পিগি-র উপর থেকে একবারের জন্যও নজর সরেনি ক্যামেরার। কিন্তু, এসবের মধ্যেই এবার নিক জোনাসকে নিয়ে গোয়ায় পাড়ি দিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে রয়েছেন বোন পরিনীতি চোপড়াও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গোয়ায় গিয়ে যেমন নিক এবং পরিনীতির সঙ্গে এক ফ্রেমে পাওয়া যায় প্রিয়াঙ্কা চোপড়াকে, তেমনি বোনের সঙ্গে মজা করতে দেখা যায় সলমন খানের ‘ভরত’-এর নায়িকাকে। এমনকী, অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডনের ‘টিপ টিপ বর্ষা পানি’-তেও কমর দোলাতে দেখা যায় প্রিয়াঙ্কা এবং পরিণীতিকে। গোয়ায় ‘রিউমার বয়ফ্রেন্ড’নিককে নিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা ৷ কিন্তু এই জুটির কোনও ছবি আসছে না ৷ হাপিত্যেশ করতে শুরু করেছিল প্রিয়াঙ্কার ভক্তরা ৷ এ বার সামনে এল গোয়ায় নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার ডিনারের ছবি ৷ তবে একান্সে নয় ৷ প্রিয়াঙ্কার গোটা পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন নিক ৷ তবে, কী চোপড়া পরিবার নিককে মেনে নিলেন  প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড হিসেবে ৷ প্রশ্নটা কিন্তু উঠছেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়াঙ্কার গোটা পরিবারের সঙ্গে গোয়ায় সময় কাটাচ্ছেন নিক, বাড়ছে জল্পনা