শ্বশুরমশাইয়ের সঙ্গে একটি থ্রোব্যাক ফোটো শেয়ার করেছেন প্রীতি৷ লাল রঙের গর্জিয়াস লেহেঙ্গা পরে শ্বশুরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন প্রীতি৷ জন সুইন্ডলকেও স্যুট পরে হাসিমুখে দেখা গিয়েছেন৷ শোকে কাতর অভিনেত্রী একটি আবেগপূর্ণ নোট লিখেছেন। ক্যাপশনে লিখেছেন, প্রিয় জন, আমি আপনার উদারতা এবং আপনার অবিশ্বাস্য রসবোধ মিস করব। আমি আপনার সাথে শুটিং করতে পছন্দ করতাম, আপনার প্রিয় ভারতীয় খাবার রান্না করতে এবং সূর্যের নীচে প্রতিটি বিষয়ে কথোপকথন করতে পছন্দ করতাম। আমার এবং আমার পরিবারের জন্য আপনার বাড়ি ও হৃদয় উজার করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ৷ আপনাকে ছাড়া পূর্ব উপকূল কখনই একরকম হবে না। আমি জানি আপনি এই মুহূর্তে শান্তিতে এবং সুখী জায়গায় আছেন। শান্তিতে থাকুন৷ হাত জোড় করে শ্রদ্ধা জানিয়েছেন প্রীতি৷
advertisement
আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?
প্রীতির এই শোকে সকল ভক্তরাও সমবেদনা জানিয়েছেন৷ উল্লেখ্য, ২০১৬ সালে জেনে গুডেনাফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতি জিন্টা৷ বর্তমানে বলিউড থেকে দূরে গিয়ে মার্কিন মুলুকে স্বামী ও দুই যমজ সন্তানকে নিয়ে চুটিয়ে সংসার করছেন৷
আরও পড়ুন-হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল
শেষবারের মতো প্রীতিকে সানি দেওলের বিপরীতে নীরজ পাঠকের অ্যাকশন কমেডি ছবি ‘ভাইজি সুপারহিট’-এ দেখা গিয়েছিল। বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি এই ছবি৷ আদিত্য রায় কাপুর এবং অনিল কাপুর অভিনীত একটি ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’ দেখা গিয়েছিল প্রীতিকে।