কেউ কেউ সোশ্যাল মিডিয়ার পোস্টে কমেন্ট করেছে, বিয়ে ছাড়া একজন সন্তান ধারণ করলে তা সমাজের পক্ষে খুব একটা ভাল হবে না৷ এ ছাড়া একজন লিখেছেন, ‘উনি তো নিজের স্বামীকে নিয়ে কিছুই জানেন না৷ ওঁকে বোধহয় প্রথমে নিজের সন্তানের মুখ দেখতে হবে, তার পর তিনি বোধহয় স্বামীকে বুঝতে পারবেন৷’
আরও পড়ুন - 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'
advertisement
আরও পড়ুন - নিয়োগ দুর্নীতির মধ্যেই সারদা, রোজভ্যালি নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের! তোলপাড় বাংলা
কিন্তু ইলিয়ানা ডিক্রুজের ভক্তরা পাল্টা আক্রমণ করেছেন এই কমেন্টকারীদের৷ তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘যাঁরা জিজ্ঞাসা করেছেন ইলিয়ানার ডিক্রুজের পিতৃপরিচয় নিয়ে যাঁরা প্রশ্ন করেছেন, তাঁরা বোধহয় একক মাতৃত্বের বিষয়ে জানেন না, বা বিশ্বাস করেন না৷ আপনারা তো করণ জোহরকে তো আপনারা প্রশ্ন করেন না৷ রবীনা যখন একজন সন্তান দত্তক নিয়েছিলেন, তখন তো আপনারা প্রশ্ন করেননি৷ এমনকী সুস্মিত সেন বা তুষার কাপুরকে৷ কী অজ্ঞাত কারণে এটি ঘটে? তিনি যে কোনও পথে সন্তান ধারণ করতে পারেন৷ অসহ্য মানসিকতা৷’
এক জন িলখেছেন, ‘আপনারা ওঁর জীবনের এই সুন্দর সময়টাকে উপভোগ করতে দিন৷ ওঁকে আর সন্তানকে সকলে আশীর্বাদ করুন৷ পিতৃপরিচয় জানতে চাওয়া আপনারা বন্ধ করুন৷ ইলিয়ানাকে এই ধরনের প্রশ্নের সামনে দাঁড় করানোটা ঠিক নয়৷’
