TRENDING:

Ileana D'Cruz: ‘সন্তানের বাবা কে?’ অন্তঃসত্ত্বা ইলিয়ানাকে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল আক্রমণ, ফেটে পড়লেন ভক্তরা

Last Updated:

Ileana D'Cruz: কিন্তু ইলিয়ানা ডিক্রুজের ভক্তরা পাল্টা আক্রমণ করেছেন এই কমেন্টকারীদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ অন্তঃসত্ত্বা৷ সে ঘোষণা সোশ্যাল মিডিয়ায় করেছেন তিনি৷ কিন্তু সন্তানের পিতৃপরিচয় প্রকাশিত হয়নি৷ আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ‘অশ্লীল আক্রমণ’-এর মুখে পড়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী৷ অনেকেই নানা মহল থেকে অভিনেত্রীকে তাঁর সন্তানাগমের আনন্দে শুভেচ্ছা জানিয়েছেন৷ কিন্তু কেউ কেউ ঠাট্টাও করেছেন৷ আর তাই নিয়েই প্রতিক্রিয়া জানালেন তিনি৷
advertisement

কেউ কেউ সোশ্যাল মিডিয়ার পোস্টে কমেন্ট করেছে, বিয়ে ছাড়া একজন সন্তান ধারণ করলে তা সমাজের পক্ষে খুব একটা ভাল হবে না৷ এ ছাড়া একজন লিখেছেন, ‘উনি তো নিজের স্বামীকে নিয়ে কিছুই জানেন না৷ ওঁকে বোধহয় প্রথমে নিজের সন্তানের মুখ দেখতে হবে, তার পর তিনি বোধহয় স্বামীকে বুঝতে পারবেন৷’

আরও পড়ুন - 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'

advertisement

আরও পড়ুন - নিয়োগ দুর্নীতির মধ্যেই সারদা, রোজভ্যালি নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের! তোলপাড় বাংলা

কিন্তু ইলিয়ানা ডিক্রুজের ভক্তরা পাল্টা আক্রমণ করেছেন এই কমেন্টকারীদের৷ তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘যাঁরা জিজ্ঞাসা করেছেন ইলিয়ানার ডিক্রুজের পিতৃপরিচয় নিয়ে যাঁরা প্রশ্ন করেছেন, তাঁরা বোধহয় একক মাতৃত্বের বিষয়ে জানেন না, বা বিশ্বাস করেন না৷ আপনারা তো করণ জোহরকে তো আপনারা প্রশ্ন করেন না৷ রবীনা যখন একজন সন্তান দত্তক নিয়েছিলেন, তখন তো আপনারা প্রশ্ন করেননি৷ এমনকী সুস্মিত সেন বা তুষার কাপুরকে৷ কী অজ্ঞাত কারণে এটি ঘটে? তিনি যে কোনও পথে সন্তান ধারণ করতে পারেন৷ অসহ্য মানসিকতা৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এক জন িলখেছেন, ‘আপনারা ওঁর জীবনের এই সুন্দর সময়টাকে উপভোগ করতে দিন৷ ওঁকে আর সন্তানকে সকলে আশীর্বাদ করুন৷ পিতৃপরিচয় জানতে চাওয়া আপনারা বন্ধ করুন৷ ইলিয়ানাকে এই ধরনের প্রশ্নের সামনে দাঁড় করানোটা ঠিক নয়৷’

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D'Cruz: ‘সন্তানের বাবা কে?’ অন্তঃসত্ত্বা ইলিয়ানাকে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল আক্রমণ, ফেটে পড়লেন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল