TRENDING:

Mahabharat's Bheem: ৭৪ বছর বয়সে চলে গেলেন মহাভারতের ‘ভীম’, প্রয়াত প্রবীণ কুমার সোবতি

Last Updated:

Actor Praveen Kumar Sobti passes away: 'মহাভারত'-এ ভীমের ভূমিকায় প্রবীণ কুমারকে বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর এই ধারাবাহিকে অভিনয়ই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মহাভারতের ‘ভীম’ (Mahabharat's Bheem) আর নেই ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা প্রবীণ কুমার সোবতি ৷ দীর্ঘ দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷ জানা গিয়েছে, শেষের দিকে অর্থ সঙ্কটেও পড়েছিলেন প্রবীণ কুমার ৷ ৭৪ বছর বয়সে মৃত্যু হল তাঁর ৷ 'মহাভারত'-এ ভীমের ভূমিকায় প্রবীণ কুমারকে বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর এই ধারাবাহিকে অভিনয়ই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় (Actor Praveen Kumar Sobti passes away)।
Mahabharat's Bheem, actor Praveen Kumar Sobti passes away
Mahabharat's Bheem, actor Praveen Kumar Sobti passes away
advertisement

আরও পড়ুন-ত্রিপুরায় ঘর ওয়াপসি, কংগ্রেসে ফিরলেন সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা

অভিনয় করার পাশাপাশি প্রবীণ একজন দক্ষ ক্রীড়াবিদও ছিলেন ৷ হ্যামার এবং ডিসকাস থ্রোয়ার হিসেবেই তিনি পরিচিত ছিলেন ৷ এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদকও জিতেছিলেন পঞ্জাবের বাসিন্দা প্রবীণ কুমার সোবতি ৷

আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেটে পাকাপাকি জায়গা করে নিতে হলে বলের গতি বাড়াতে হবে...রবি, রাজদের পরামর্শ অ্যামব্রোজের

advertisement

এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী প্রবীন অর্জুন পুরস্কার সম্মানেও ভূষিত হন ৷ পেয়েছিলেন বিএসএফ-এ যোগ দেওয়ার সুযোগও ৷ কিন্তু এত কিছু সত্ত্বেও তিনি অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেন ৷ মহাভারতে ভীমের চরিত্রের পাশাপাশি অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্রর ‘লোহা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো জনপ্রিয় ছবিতেও কাজ করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

২০১৩ সালে রাজনীতিতে পা রেখেছিলেন প্রবীণ কুমার। আম আদমি পার্টির টিকিটে ভোটে লড়াই করেন তিনি। রাজনীতি ও অভিনয়ের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও চরম অর্থকষ্টে ভুগছিলেন অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর ৷ জানিয়েছেন চিকিৎসকরা ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahabharat's Bheem: ৭৪ বছর বয়সে চলে গেলেন মহাভারতের ‘ভীম’, প্রয়াত প্রবীণ কুমার সোবতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল