আরও পড়ুন-ত্রিপুরায় ঘর ওয়াপসি, কংগ্রেসে ফিরলেন সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা
অভিনয় করার পাশাপাশি প্রবীণ একজন দক্ষ ক্রীড়াবিদও ছিলেন ৷ হ্যামার এবং ডিসকাস থ্রোয়ার হিসেবেই তিনি পরিচিত ছিলেন ৷ এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদকও জিতেছিলেন পঞ্জাবের বাসিন্দা প্রবীণ কুমার সোবতি ৷
advertisement
এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী প্রবীন অর্জুন পুরস্কার সম্মানেও ভূষিত হন ৷ পেয়েছিলেন বিএসএফ-এ যোগ দেওয়ার সুযোগও ৷ কিন্তু এত কিছু সত্ত্বেও তিনি অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেন ৷ মহাভারতে ভীমের চরিত্রের পাশাপাশি অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্রর ‘লোহা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো জনপ্রিয় ছবিতেও কাজ করেন তিনি।
২০১৩ সালে রাজনীতিতে পা রেখেছিলেন প্রবীণ কুমার। আম আদমি পার্টির টিকিটে ভোটে লড়াই করেন তিনি। রাজনীতি ও অভিনয়ের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও চরম অর্থকষ্টে ভুগছিলেন অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর ৷ জানিয়েছেন চিকিৎসকরা ৷