এর আগে প্রতীক ২০১৯ সালে দীর্ঘ দিনের বান্ধবী সানিয়া সাগরকে বিয়ে করেছিলেন। সানিয়া বহুজন সমাজ পার্টির নেতা পবন সাগরের মেয়ে। কিন্তু ২০২০ সালের শুরুর দিকে সানিয়া ও প্রতীকের দাম্পত্যে চিড় ধরে। তার পর বিচ্ছেদ। তার বছরখানেকের মাথায় প্রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এ বার প্রিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন প্রতীক। তবে এই বিয়েতে তিনি পরিবারের কাউকে ডাকেননি!
advertisement
বাবা রাজ বব্বরের সঙ্গে সম্পর্ক ভাল না প্রতীকের! এমনকি বাবার পদবীও ব্যবহার করেন না তিনি! এক সময় মাদকাসক্ত হয়ে পড়েছিলেন প্রতীক! বলিউডেও সেভাবে কাজ করতে পারেননি তিনি! তবে এই অন্ধকার জীবন থেকে ফের একবার প্রিয়ার হাত ধরে আলোতে এলেন তিনি! তাঁর বিয়ের খবর সোশ্যাল মাধ্যমে সামনে আসে! একটি ভিডিওতে দেখা যায় তাঁদের! প্রতীক ও প্রিয়া সকলের সামনে আলিঙ্গনে আবদ্ধ হন! অফ হোয়াইট পোশাকে দুজকেই বেশ মানিয়েছে! তবে বিয়েতে পরিবারের লোক না আসায় বিটাউনে উঠেছে নানা প্রশ্ন!