TRENDING:

Prateik Babbar Wedding: দ্বিতীয় বিয়ে করলেন রাজ বব্বরের ছেলে প্রতীক! ছেলের বিয়েতে এলেন না বাবা!

Last Updated:

Prateik Babbar Wedding: ভালবাসা দিবসেই নিজের দ্বিতীয় বিয়ে সারলেন প্রতীক বব্বর! পাত্রী কে জানেন? সামনে এল বিয়ের ছবি ও ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভালবাসা দিবসেই নিজের দ্বিতীয় বিয়ে সারলেন প্রতীক বব্বর! স্মীতা পাটিল ও রাজ বব্বরের সন্তান তিনি! তাঁর জন্মের পরেই স্মীতার মৃত্যু, সেই সঙ্গে কপালে জোটে বাবার অবহেলা! তবে এবার কাকে বিয়ে করলেন প্রতীক? তিনি বিয়ে করেছেন  প্রিয়া বন্দ্যোপাধ্যায়কে! প্রিয়া তেলেগু ছবি দিয়ে নিজের কেরিয়ারের সূচনা করেন! তাঁর ছবির নাম ‘কিস’! এর পর বলিউডের ‘হমে তুমসে পেয়ার কিতনা’ ও ‘ভানওয়ার’ ছবিতে দেখা যায় তাঁকে! এবার প্রতীকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন প্রিয়া!
News18
News18
advertisement

এর আগে প্রতীক ২০১৯ সালে দীর্ঘ দিনের বান্ধবী সানিয়া সাগরকে বিয়ে করেছিলেন। সানিয়া বহুজন সমাজ পার্টির নেতা পবন সাগরের মেয়ে। কিন্তু ২০২০ সালের শুরুর দিকে সানিয়া ও প্রতীকের দাম্পত্যে চিড় ধরে। তার পর বিচ্ছেদ। তার বছরখানেকের মাথায় প্রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এ বার প্রিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন প্রতীক। তবে এই বিয়েতে তিনি পরিবারের কাউকে ডাকেননি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাবা রাজ বব্বরের সঙ্গে সম্পর্ক ভাল না প্রতীকের! এমনকি বাবার পদবীও ব্যবহার করেন না তিনি! এক সময় মাদকাসক্ত হয়ে পড়েছিলেন প্রতীক! বলিউডেও সেভাবে কাজ করতে পারেননি তিনি! তবে এই অন্ধকার জীবন থেকে ফের একবার প্রিয়ার হাত ধরে আলোতে এলেন তিনি! তাঁর বিয়ের খবর সোশ্যাল মাধ্যমে সামনে আসে! একটি ভিডিওতে দেখা যায় তাঁদের! প্রতীক ও প্রিয়া সকলের সামনে আলিঙ্গনে আবদ্ধ হন! অফ হোয়াইট পোশাকে দুজকেই বেশ মানিয়েছে! তবে বিয়েতে পরিবারের লোক না আসায় বিটাউনে উঠেছে নানা প্রশ্ন!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Prateik Babbar Wedding: দ্বিতীয় বিয়ে করলেন রাজ বব্বরের ছেলে প্রতীক! ছেলের বিয়েতে এলেন না বাবা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল