তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ একটি পোস্ট করেন। লেখেন, “ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় গায়ক এবং জাতীয় খ্যাতিসম্পন্ন শিল্পী প্রশান্ত তামাং-এর আকস্মিক প্রয়াণে আমি শোকাহত। দার্জিলিং পাহাড়ে তাঁর শিকড় এবং কলকাতা পুলিশের সঙ্গে তাঁর এককালীন সম্পর্ক তাঁকে আমাদের বাংলায় বিশেষভাবে প্রিয় করে তুলেছিল। আমি তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”
advertisement
দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তাও প্রতিক্রিয়া জানিয়েছেন। লেখেন, “ইন্ডিয়ান আইডলের মঞ্চে হিন্দি ও নেপালি সঙ্গীত জগতে উজ্জ্বল গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং-এর অকাল প্রয়াণ, হিন্দি ও নেপালি সহ সমগ্র শিল্প ও সঙ্গীত জগতকে স্তব্ধ ও গশোকাহত করেছে।” কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন প্রশান্ত তামাং৷ এরপর গানের জগতে পা দেন৷ দক্ষিণ এশিয়া জুড়ে ঘরে ঘরে পরিচিতি লাভ করা, তামাং-এর যাত্রা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল। ইন্ডিয়ান আইডলে জয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রশান্তকে। তাঁর প্রথম অ্যালবাম ‘ধন্যবাদ’। হিন্দি এবং নেপালি গান দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি।
