এবার ফের এই তরজায় ঘি দিয়ে মন্তব্য কুণাল ঘোষের। তিনি আজ বলেন, "দেব স্পষ্ট করে মনের কথা বলতে পারছে না। খুব ভাল ছেলে৷ ওকে আমি ভালবাসি৷ এটা ঠিক ও আমার থেকে বেশি সিনেমা বোঝে। তবে সবটা বুঝলে সব সিনেমাই হিট হবে। তাই দেবের সকলের মত শোনা উচিত।"
advertisement
আরও পড়ুন: 'জামিন পেলেন, কেমন লাগছে...?' উত্তরে যা বললেন অনুব্রত মণ্ডল!
নন্দনে প্রজাপতি মুক্তি পাওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে ইতিমধ্যেই মুখ খুলেছেন দেব। তাঁর দাবি, 'নন্দনে প্রজাপতি মুক্তি পায়নি বলে আমার কোনও দুঃখ নেই। আমার শুধু মনে হয়, নন্দনে যে টাকায় সিনেমা দেখা যায় তাতে মধ্য়বিত্ত মানুষের পকেটে চাপ পড়ে না।' তৃণমূল সাংসদের আরও সংযোজন, 'এর পরেও যদি আমার কাছে কোনও স্ক্রিপ্ট আসে যেখানে মিঠুন চক্রবর্তীকে লাগবে, আমি মিঠুন চক্রবর্তীকে নিয়েই আবার কাজ করব।' একটি সংবাদমাধ্য়মে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য়, ভবিষ্য়তে কোনও ছবির চিত্রনাট্য়ের জন্য় প্রয়োজন হলে ফের তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গেই অভিনয় করবেন। পাশাপাশি তৃণমূল সাংসদ বুঝিয়ে দিয়েছেন, অভিনয় এবং সিনেমাই তাঁর কাছে রাজনীতির থেকে আগে।
