Vande Bharat Express || Indian Railways: ১০০ কিমি প্রতি ঘণ্টায় বাংলায় ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস! গতি ছাড়াও আর কী 'স্পেশাল' এই ট্রেনের? কেন বিশেষ এই ট্রেন জানুন...
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Vande Bharat Express || Indian Railways: ট্রায়াল রানে গতি ১০০ কিমি প্রতি ঘণ্টায় তোলা সম্ভব হয়েছে। তবে গতি বাদ দিয়ে, এই ট্রেনের একাধিক বৈশিষ্ট্য আছে যা অত্যন্ত নজরকাড়া৷ কী কী থাকছে আকর্ষণীয়?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
"রিক্লাইনার চেয়ার থেকে শুরু করে মাত্র ৪০ সেকেন্ডে গতি বাড়িয়ে তীব্র গতিতে দৌড়নোর ক্ষমতা আছে। মোট ১১২৮ আসন আছে এই ট্রেনে। ১৬০ কিমি গতিতে ছুটতে সক্ষম ট্রেনটি। যদিও অপারেশনাল বিভাগ জানিয়েছে আমরা ১৩০ কিমি বেগে চালাতে পারব। পুরো সেকশনে এই গতি ধরে রাখার জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। সিগন্যাল ও লাইনের পরিকাঠামো বদল হচ্ছে।"
advertisement
advertisement
advertisement
