TRENDING:

Prabhas-Kriti Sanon: কোথায় বিয়ে করছেন প্রভাস? জানিয়ে দিলেন 'বাহুবলী' নিজেই, পাত্রীর খোঁজ দিলেন কি

Last Updated:

Prabhas-Kriti Sanon: শোনা যায়, এই ছবিতে একসঙ্গে কাজের সুবাদেই নাকি প্রভাস-কৃতীর ঘনিষ্ঠতা বাড়ে। সেখান থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রেমের গুঞ্জনে শিলমোহর বসেনি এখনও। তবে বিয়ের পরিকল্পনা প্রায় সারা। দক্ষিণী তারকা প্রভাসের কথাবার্তা অন্তত তেমনই ইঙ্গিত করছে। সব জল্পনায় ইতি টেনে তবে কি সত্যিই এ বার ছাদনাতলায় যাওয়ার পালা?
advertisement

আর মাত্র কয়েক দিন। তার পরেই মুক্তি পাবে ‘আদিপুরুষ’। আপাতত তারই প্রচারে ব্যস্ত প্রভাস। এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সীতার চরিত্রে কৃতী স্যানন। শোনা যায়, এই ছবিতে একসঙ্গে কাজের সুবাদেই নাকি দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। সেখান থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। এ বিষয়ে যদিও মুখ খুলতে নারাজ দুই তারকা। বরং প্রভাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নাকচ করেছেন কৃতী।

advertisement

আরও পড়ুন :  বাজারে মাছের দাম আকাশছোঁয়া, খুচরো বাজারে কবে কমবে মাছের দর? জানুন

আরও পড়ুন-‘২৪ ঘণ্টার মধ্যেই ডিভোর্স চাই’! লাইভে এসে রাজের উপর ক্ষোভ উগরে যা বললেন পরীমণি, তোলপাড় নেটদুনিয়া

ছবির প্রচারে তিরুপতিতে গিয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রভাস। জানা গিয়েছে, সেখানে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেতা। প্রভাস বলেন, “আমি এই তিরুপতিতেই বিযে করব”। তাঁর কথা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। তবে তিনি কবে ছাদনাতলায় যাবেন, সে বিষয়ে এখনও কিছুই বলেননি অভিনেতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, ৫০০ কোটি টাকার বাজেটে ‘আদিপুরুষ’ তৈরি করেছেন ওম রাউত। তার মধ্যে ৪৩২ কোটি টাকা ইতিমধ্যেই তুলে ফেলেছেন নির্মাতারা। ছবিটি থিয়েটারে মুক্তি পাওয়ার আগেই স্যাটেলাইট স্বত্ব, গানের স্বত্ব, ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ২৪৭ কোটি টাকা তুলে ফেলেছে। এ ছাড়াও দক্ষিণের প্রেক্ষাগৃহগুলি থেকে ১৮৫ কোটি টাকার আগাম নিশ্চয়তা পেয়ে গিয়েছেন নির্মাতা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Prabhas-Kriti Sanon: কোথায় বিয়ে করছেন প্রভাস? জানিয়ে দিলেন 'বাহুবলী' নিজেই, পাত্রীর খোঁজ দিলেন কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল