আর মাত্র কয়েক দিন। তার পরেই মুক্তি পাবে ‘আদিপুরুষ’। আপাতত তারই প্রচারে ব্যস্ত প্রভাস। এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সীতার চরিত্রে কৃতী স্যানন। শোনা যায়, এই ছবিতে একসঙ্গে কাজের সুবাদেই নাকি দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। সেখান থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। এ বিষয়ে যদিও মুখ খুলতে নারাজ দুই তারকা। বরং প্রভাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নাকচ করেছেন কৃতী।
advertisement
আরও পড়ুন : বাজারে মাছের দাম আকাশছোঁয়া, খুচরো বাজারে কবে কমবে মাছের দর? জানুন
আরও পড়ুন-‘২৪ ঘণ্টার মধ্যেই ডিভোর্স চাই’! লাইভে এসে রাজের উপর ক্ষোভ উগরে যা বললেন পরীমণি, তোলপাড় নেটদুনিয়া
ছবির প্রচারে তিরুপতিতে গিয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রভাস। জানা গিয়েছে, সেখানে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেতা। প্রভাস বলেন, “আমি এই তিরুপতিতেই বিযে করব”। তাঁর কথা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। তবে তিনি কবে ছাদনাতলায় যাবেন, সে বিষয়ে এখনও কিছুই বলেননি অভিনেতা।
জানা গিয়েছে, ৫০০ কোটি টাকার বাজেটে ‘আদিপুরুষ’ তৈরি করেছেন ওম রাউত। তার মধ্যে ৪৩২ কোটি টাকা ইতিমধ্যেই তুলে ফেলেছেন নির্মাতারা। ছবিটি থিয়েটারে মুক্তি পাওয়ার আগেই স্যাটেলাইট স্বত্ব, গানের স্বত্ব, ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ২৪৭ কোটি টাকা তুলে ফেলেছে। এ ছাড়াও দক্ষিণের প্রেক্ষাগৃহগুলি থেকে ১৮৫ কোটি টাকার আগাম নিশ্চয়তা পেয়ে গিয়েছেন নির্মাতা।