স্বামীর এই ভিডিও ফাঁস হতেই জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ অভিনেত্রী সুনেরাহ জানিয়েছেন, এই ভিডিও বহু বছরের পুরনো৷ তথন তিনি ও রাজ ভাল বন্ধু ছিলেন৷ তবে রাজের সঙ্গে পরীমণির বিয়ের পর তাঁদের যোগাযোগ কমে যায়৷ তিনি আরও বলেন, এই ছবিগুলি রাজের প্রোফাইল থেকে পরীমণিই ছড়িয়ে দিয়েছেন৷ একথা শোনার পরই সংবাদমাধ্যমের সামনে গর্জে ওঠেন পরীমণি জানান, সুনেরাহকে আমি চিনি না৷ কোনওদিন আগে কথাও হয়নি৷ তাও কেন এসব বাজে কথা বলছে৷
advertisement
আরও পড়ুন-প্লেনের মধ্যে এসব কী! আর একটু হলেই ধরা পড়তেন হাতেনাতে, করণের কীর্তি ফাঁস হতেই তোলপাড়
আরও পড়ুন-চুল-দাঁড়িতে ঢাকা মুখ, কালো চশমা পড়া অভিনেতাকে চিনতে পারছেন? ৯৯ শতাংশই ডাহা ফেল
পরীমণি এখানেই থামেননি৷ তিনি আরও বলেন রাজের সঙ্গে তাঁর সংসার ভাঙার চেষ্টা করছে সুনেরাহ৷ আমি ভাল ভাবে সংসার করছি, এটাই ওর সহ্য হচ্ছে না৷ আমার পিছনে লেগেছে৷ স্বামী রাজের এই ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ পরীমণি কি সবটা মেনে নিয়েছেন? এই প্রশ্নও তুলছেন নেটিজেনরা৷ গত কয়েকদিন ধরেই পরিচালক অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন নায়িকা৷ এর মধ্যেই স্বামীর ভিডিও ভাইরাল হতেই জোর শোরগোল শুরু হয়ে গেছে৷