স্টান্ট করতে গিয়ে মৃত্যুর খবর সামনে এসেছে এর আগেও। আবারও একইরকম ঘটনা। শেষ ভিডিওতে দেখা যাচ্ছে, রাজু দ্রুত গতিতে গাড়িতে আসেন এবং গাড়িটি আকাশে লাফিয়ে ওঠে। দ্রুত গতিতে হাওয়া এসে উল্টে দেয় গাড়ি। কাচ সম্পূর্ণভাবে ভেঙে যায়। সবাই ছুটে এলেও বাঁচানো যায়নি স্টান্টম্যানকে। তামিল অভিনেতা বিশাল তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই ঘটনা খুবই মর্মান্তিক। রাজুকে বহু বছর ধরে চিনি। তিনি আমার অনেক ছবিতে একের পর এক স্টান্ট করেছেন।’
advertisement
সম্প্রতি প্রয়াত হয়েছেন দক্ষিণী দুনিয়ার বিখ্যাত অভিনেতা কোটা শ্রীনিবাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মাত্র একদিনের ব্যবধানেই ফের খারাপ খবর। প্রয়াত প্রবীণ অভিনেত্রী সরোজা দেবী। সোমবার ৮৭ বছর বয়সে এই পৃথিবীকে বিদায় জানান তিনি।
বেঙ্গালুরুতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই প্রবীণ নায়িকা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। প্রথম ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী। বিগত কয়েক দশক ধরে চলচ্চিত্র জগতে কাজ করেছেন তিনি। কন্নড় সিনেমার প্রথম লেডি সুপারস্টারের মর্যাদা পেয়েছেন। শুধু কন্নড় না, বহু ভাষার ছবিতে কাজ করেছেন তিনি।