সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একরত্তির ছোট্ট হাতের ছবি শেয়ার করেছেন অপূর্ব৷ অভিনেতার মেয়ের নাম অনয়া৷ অভিনেতা লেখেন-আলহামদুলিল্লাহ! আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় ভাসছি আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে। পৃথিবীতে স্বাগতম, প্রিয় অনয়া! দয়া করে আমাদের ছোট্ট রাজকন্যার জন্য প্রার্থনা করুন। আমাদের উপর আপনাদের অবিরাম ভালবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। মেয়ে হওয়ার খবর শুনেই ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে অভিনেতাকে৷
advertisement
২০২১ সালে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা৷ বিয়ের পর থেকে একাধিকবার সমালোচনার মুখে পড়েন অভিনেতা৷ আমেরিকা নিবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিয়ের চার বছর পর কোলে আলো করে ফুটফুটে কন্যাসন্তান এল তাদের কোলে৷
উল্লেখ্য, ২০২০ সালে অদিতির সঙ্গে দীর্ঘ আট বছরের দাম্পত্যে ইতি টানেন অপূর্ব৷ তবে দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিচ্ছেদের পরও ছেলের সঙ্গে তার সম্পর্কের কোনও পরিবর্তন হয়নি৷ ছেলে জায়ান ফারুক আয়েশের সঙ্গে একই ভাবে সময় কাটান তিনি৷ সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
