ভারতে শো- করতে এসে বন্ধুর সঙ্গে দেখা করবেন না এমনটা হয় নাকি৷ যেমন ভাবা তেমনই কাজ৷ সোমবার বেঙ্গালুরু থেকে কলকাতায় পা রেখেই অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আসলেন তিনি। সোমবার সকালে অরিজিৎ সিংয়ের বাড়িতে এসে পৌঁছান ব্রিটিশ পপস্টার।
advertisement
বিশ্বখ্যাত পপ সিঙ্গার তার নিজের বাড়িতে আসায় অত্যন্ত খুশি প্রকাশ করেন অরিজিৎ সিং। এরপর বিকেলে নিজের স্কুটিতে করেই এড শিরানকে নিয়ে বেড়িয়ে পড়েন অরিজিৎ। পড়ন্ত বিকেলে শিবপুর ঘাট থেকে একসঙ্গে ভাগীরথী বক্ষে নৌকাভ্রমনে বেড়ালেন দু’জনে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই লন্ডনে র কনসার্টে এড শিরনের সঙ্গে মঞ্চ শেয়ার করেন অরিজিৎ৷ মার্কিন মুলুকে দুই গায়কের যুগলবন্দিতে মুগ্ধ হয়েছিলেন শ্রোতারা৷ সেখান থেকেই তাদের বন্ধুত্ব নজর কেড়েছিল অনুরাগীদের৷ এবার তাতে শিলমোহর দিলেন পপস্টার৷
প্রণব বন্দ্যোপাধ্যায়
