TRENDING:

অক্সিমিটার ব্যবহারের সঠিক উপায় কী, অনুরাগীদের ক্লাস নিলেন কোভিড উত্তীর্ণ পূজা

Last Updated:

নিভৃতবাসের প্রথম দিকে তিনি নিজেই জানতেন না অক্সিমিটারের যথার্থ ব্যবহার ৷ স্বীকারোক্তি পূজার ৷ তাঁকে শিখিয়ে দিয়েছেন চিকিৎসক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : কীভাবে ঠিক করে ব্যবহার করবেন পালস অক্সিমিটার? অনুরগীদের শেখালেন পূজা হেগড়ে ৷ অভিনেত্রী নিজেই কিছু দিন হল কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন৷ এ বার তিনি ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে বললেন কীভাবে পালস অক্সিমিটার ঠিকভাবে ব্যবহার করতে হবে ৷
advertisement

পূজা জানিয়েছেন তিনি যে সময় কোভিড আক্রান্ত হয়ে নিভৃতবাসে ছিলেন, তখন চিকিৎসকরা তাঁকে অক্সিজেন মাত্রার দিকে সজাগ ও সতর্ক নজর রাখার নির্দেশ দিয়েছিলেন ৷ তবে নিভৃতবাসের প্রথম দিকে তিনি নিজেই জানতেন না অক্সিমিটারের যথার্থ ব্যবহার ৷ স্বীকারোক্তি পূজার ৷ তাঁকে শিখিয়ে দিয়েছেন চিকিৎসক ৷ তাঁর মতে, সঠিক তথ্য, যতই সাধারণ হোক না কেন, কোভিড চিকিৎসার ক্ষেত্রে তুচ্ছ নয় ৷ পূজার ভিডিয়ো দেখে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ভক্তরা ৷ অধিকাংশ অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন ‘হৃদয়’-এর ইমোজি দিয়ে ৷

advertisement

এপ্রিল মাসে কোভিড সংক্রমিত হন পূজা ৷ ৫ মে ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, অবশেষে তিনি নেগেটিভ৷ করোনার সঙ্গে যুদ্ধে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান ভক্ত ও অনুরাগীদের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় পূজা অভিনয় করেছেন হিন্দি ছবি ‘মহেঞ্জোদাড়ো’ এবং ‘হাউসফুল ৪’-এও ৷ রোমান্টিক কমেডি ‘রাধে শ্যাম’-এ তাঁকে দেখা যাবে প্রভাসের বিপরীতে ৷ রোহিত শেট্টীর ‘সার্কাস’ ছবিতে তাঁর নায়ক রণবীর সিংহ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্সিমিটার ব্যবহারের সঠিক উপায় কী, অনুরাগীদের ক্লাস নিলেন কোভিড উত্তীর্ণ পূজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল