TRENDING:

অক্সিমিটার ব্যবহারের সঠিক উপায় কী, অনুরাগীদের ক্লাস নিলেন কোভিড উত্তীর্ণ পূজা

Last Updated:

নিভৃতবাসের প্রথম দিকে তিনি নিজেই জানতেন না অক্সিমিটারের যথার্থ ব্যবহার ৷ স্বীকারোক্তি পূজার ৷ তাঁকে শিখিয়ে দিয়েছেন চিকিৎসক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : কীভাবে ঠিক করে ব্যবহার করবেন পালস অক্সিমিটার? অনুরগীদের শেখালেন পূজা হেগড়ে ৷ অভিনেত্রী নিজেই কিছু দিন হল কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন৷ এ বার তিনি ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে বললেন কীভাবে পালস অক্সিমিটার ঠিকভাবে ব্যবহার করতে হবে ৷
advertisement

পূজা জানিয়েছেন তিনি যে সময় কোভিড আক্রান্ত হয়ে নিভৃতবাসে ছিলেন, তখন চিকিৎসকরা তাঁকে অক্সিজেন মাত্রার দিকে সজাগ ও সতর্ক নজর রাখার নির্দেশ দিয়েছিলেন ৷ তবে নিভৃতবাসের প্রথম দিকে তিনি নিজেই জানতেন না অক্সিমিটারের যথার্থ ব্যবহার ৷ স্বীকারোক্তি পূজার ৷ তাঁকে শিখিয়ে দিয়েছেন চিকিৎসক ৷ তাঁর মতে, সঠিক তথ্য, যতই সাধারণ হোক না কেন, কোভিড চিকিৎসার ক্ষেত্রে তুচ্ছ নয় ৷ পূজার ভিডিয়ো দেখে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ভক্তরা ৷ অধিকাংশ অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন ‘হৃদয়’-এর ইমোজি দিয়ে ৷

advertisement

এপ্রিল মাসে কোভিড সংক্রমিত হন পূজা ৷ ৫ মে ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, অবশেষে তিনি নেগেটিভ৷ করোনার সঙ্গে যুদ্ধে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান ভক্ত ও অনুরাগীদের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় পূজা অভিনয় করেছেন হিন্দি ছবি ‘মহেঞ্জোদাড়ো’ এবং ‘হাউসফুল ৪’-এও ৷ রোমান্টিক কমেডি ‘রাধে শ্যাম’-এ তাঁকে দেখা যাবে প্রভাসের বিপরীতে ৷ রোহিত শেট্টীর ‘সার্কাস’ ছবিতে তাঁর নায়ক রণবীর সিংহ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্সিমিটার ব্যবহারের সঠিক উপায় কী, অনুরাগীদের ক্লাস নিলেন কোভিড উত্তীর্ণ পূজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল