এবার আরেক নায়িকার পালা ৷ তবে টলিউডের নয় ৷ বরং বলিউডি নায়িকা পূজা বাত্রা খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন তাঁর নতুন প্রেমিককে ৷ তা এই নতুন প্রেমিকটি কে?
শোনা যাচ্ছে অভিনেতা নবাব শাহের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন পূজা বাত্রা ৷ এমনকী, পূজার আঙুলে দেখা গিয়েছে এনগেজমেন্টের আংটিও ৷ তবে প্রেম করলেও, বিয়েটা কবে তা এখনও জানা যায়নি ৷ আপাতত গোয়াতে ছুটি কাটাচ্ছেন পূজা ও নবাব ৷ সেই ছবি শেয়ার হয়েছে ইনস্টাগ্রামে ৷
advertisement
Location :
First Published :
June 20, 2019 5:47 PM IST