TRENDING:

Bappi Lahiri dies at 69: বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Last Updated:

PM Modi condoles demise of Bappi Lahiri: বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: একের পর এক দুঃসংবাদ ৷ লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবার প্রয়াত বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
PM Modi condoles demise of Bappi Lahiri (Photo: ANI)
PM Modi condoles demise of Bappi Lahiri (Photo: ANI)
advertisement

বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles demise of Bappi Lahiri) ৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘‘ বাপ্পি লাহিড়ির সঙ্গীত অতুলনীয় ৷ সব প্রজন্মের মানুষই তাঁর গানের সঙ্গে একাত্ম হতে পারেন ৷ অত্যন্ত ভাল স্বভাবের মানুষটিকে আমরা সবাই মিস করব ৷ ওঁর মৃত্যু সংবাদে শোকাহত ৷ পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ ’’

advertisement

advertisement

মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১৯৭০-'৮০-এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি৷ 'ডিস্কো ড্যান্সার', 'শরাবি', 'চলতে চলতে'- তালিকাটা দীর্ঘ৷ আবার বাংলাতেও একাধিক জনপ্রিয় ছবির হিট গানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাপ্পি লাহিড়ির নাম ৷ হিন্দির মতো বাংলা সিনেমার সঙ্গীতকেও একই ভাবে সমৃদ্ধ করেছেন তিনি৷ ২০২০ সালে হিন্দি ছবি 'বাগি থ্রি'-তে শেষবার বলিউডের কোনও ছবিতে সুর দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি ৷ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri dies at 69: বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল