TRENDING:

নয়া লুকে ইশান! প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব ও সাহসিকতাকে সম্মাণ জানিয়ে প্রকাশ্যে এল 'পিপা'-র টিজার

Last Updated:

Pippa Teaser Out: টিজারটি স্ক্রিনে দেখানোর সময় ভেসে ওঠে '২ ডিসেম্বর ১৯৭১' তারিখ। তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের বিমানক্ষেত্র আক্রমণের পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অবশেষে মুক্তি পেল ইশান খট্টরের পিপা ছবির টিজার। কয়েক মুহূর্ত আগে, অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সঙ্গে ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের বহুল প্রতীক্ষিত সিনেমার এক ঝলক দেখিয়েছিলেন। সিনেমাটি সম্পূর্ণরূপে প্রস্তুত। ২ ডিসেম্বর, ২০২২-এ মুক্তি পাবে ছবিটি৷ ইশান ছাড়াও, ছবিটিতে মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনুলি এবং সোনি রাজদান মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন৷
advertisement

টিজারটি স্ক্রিনে দেখানোর সময় ভেসে ওঠে '২ ডিসেম্বর ১৯৭১' তারিখ। তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের বিমানক্ষেত্র আক্রমণের পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তারপরে আমরা ইশান, মৃণাল, প্রিয়াংশু এবং সোনি রাজদানের চরিত্রগুলির এক ঝলক দেখতে পাই। ইশানকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরে দেখা যায়। তিনি তাঁর সহকর্মীদের সঙ্গে হাতে হাত রেখে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালান। তাঁর চরিত্র ক্যাপ্টেন বলরাম সিং মেহতা। তিনি হিন্দিতে বলছেন যে ইতিহাস জুড়ে অন্য দেশের স্বাধীনতার জন্য এমন কোনও যুদ্ধ হয়নি। তিনি বলেছেন, "এটি তাদের ইতিহাস তৈরি করার সুযোগ।" সিনেমা থেকে যুদ্ধের দৃশ্যের একটি আকর্ষক ঝলক দেখানো হয়।

advertisement

আরও পড়ুন: গোটা সপ্তাহ জুড়ে মধুচন্দ্রিমা! মান-অভিমান ভুলে খুশির জোয়ারে ভাসলেন গাঁটছড়ার তিন জুটি

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে নৌবাহিনীর সঙ্গে রুটি বানালেন, ভুলভুলাইয়া২-এর গানে পা মেলালেন কার্তিক

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

টিজার শেয়ার করে ইশান ক্যাপশনে রিলিজের দিন শেয়ার করেছেন। এতে লেখা ছিল, “পিপ্পা ২ ডিসেম্বর, ২০২২ সালে সিনেমা হলে দেখা যাবে। আমাদের দেশের স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে - একটি চলচ্চিত্রের একটি ঝলক উপস্থাপন করে আমরা সম্মিলিতভাবে আমাদের হৃদয়, অন্ত্র এবং আত্মাকে দিয়েছি। আমাদের মাটি, আমাদের মানুষ এবং আমাদের সংস্কৃতি সর্বদা ধন্য হোক। আমাদের প্রতিরক্ষা বাহিনীর (ভারতীয় জাতীয় পতাকা) বীরত্ব ও সাহসিকতার প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
নয়া লুকে ইশান! প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব ও সাহসিকতাকে সম্মাণ জানিয়ে প্রকাশ্যে এল 'পিপা'-র টিজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল