সত্য ঘটনার উপর ভিত্তি করে ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় এবং রিং এ বেল-এর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। চলতি মাসেই তা মুক্তি পেতে চলেছে KLiKK ওটিটি প্ল্যাটফর্মে। তার আগে লঞ্চ হল ট্রেলার ৷
‘পিলকুঞ্জ’ ওয়েব সিরিজে জুটি বেঁধেছেন টেলি-পর্দার জনপ্রিয় তারকা শন বন্দ্যোপাধ্যায় এবং তৃণা সাহা। এর পাশাপাশি অভিনয়ে আছেন শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহ পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃধা প্রমুখ।
advertisement
পরিচালনার সঙ্গে এই সিরিজের চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বও রয়েছে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের উপরে।
তবে নিছক ছবির প্রচার নয়, ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ব্যাঘ্র সংরক্ষণ সচেতনতার বার্তা নিয়ে হাজির ছিল টাইগার ট্যাক্সি।
একই সঙ্গে পর্দার মতো বাস্তবেও আলো ছড়ালেন তৃণা, শন, অর্ণব এবং ছবির সমস্ত কলাকুশলীরা।
উত্তর প্রদেশের ব্র্যাঘ্র সংরক্ষণ এলাকার পাশের একটি গ্রামকেই ঘিরেই তৈরি হয়েছে এই গল্পের পটভূমি। যেখানে হামেশাই হানা দিত নরখাদক। আর প্রাণ হারাতেন নিরীহ গ্রামবাসীরা। কিন্তু এরই মাঝে অবশ্য লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য।
২০১৭ সালে উত্তর ভারতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই সিরিজ। এখানে থাকছে দুষ্কৃতীদের ভয়াবহতা এবং জঙ্গলের গা-ছমছমে রহস্যময় পরিবেশ। যেখানে পদে পদে রয়েছে মৃত্যুর হাতছানি!
জঙ্গলের রহস্যভেদ এবং সত্যের অনুসন্ধান করতে ছদ্মবেশে গ্রামে পৌঁছন সাংবাদিক সিদ্ধার্থ। এই সত্য অনুসন্ধানের সফরে তাঁর সঙ্গী হন স্থানীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বিদিতা।
আরও পড়ুন– এই ৫ আচরণই চিনিয়ে দেবে অহঙ্কারীদের; সময় থাকতেই দূরত্ব বজায় রাখা আবশ্যক!
গ্রাম ও জঙ্গলে গিয়ে সিদ্ধার্থর সন্দেহই ঠিক বলে প্রমাণিত হয়। সেখানে দুষ্কৃতীদের ফাঁদে পড়েন তিনি। সেই রহস্যভেদ করে দুষ্কৃতীদের জাল কেটে বেরিয়ে গ্রামের মানুষদের কি রক্ষা করতে পারবেন সিদ্ধার্থ-বিদিতা? এর উত্তর পেতে গেলে দেখতেই হবে ‘পিলকুঞ্জ’!