পারমিতার পোষ্য সন্তান নিউটনের স্মৃতিতে সেলিব্রিটি পেট ক্যালেন্ডার ২০২৩ তৈরি হবে। এই কাজে পারমিতার অন্যতম দুই সহযোদ্ধা পারমিতার স্বামী, বিশিষ্ট আর্ট ডিরেক্টর সুদীপ ভট্টাচার্য এবং এই প্রজেক্টের ক্রিয়েটিভ সুপারভাইজার সুকন্যা রক্ষিত গুপ্ত। এখানে মডেল হিসেবে দেখা যাবে শহরের তাবড় খ্যাতনামী শিল্পী ও বিশিষ্ট মানুষেরা।
আরও পড়ুন: মেসির সঙ্গে এক ফ্রেমে শ্রদ্ধার প্রাক্তন প্রেমিক! ছবি দেখে উত্তেজিত রণবীর-আলিয়ারা
advertisement
আরও পড়ুন: 'কাজ নিয়ে কথা বলতে ভাল লাগে', নতুন বছরে একাধিক চমক দিতে প্রস্তুত ইশা
জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩, এই ১২টা মাসের ১২টা পেজ। বড় ওয়ালহ্যাঙ্গিং ক্যালেন্ডার ও ডেক্সটপ ক্যালেন্ডার বানানো হবে। ক্যালেন্ডার বিক্রি করে যা টাকা উঠবে, তা দিয়ে প্রতিদিন ৩০০-র বেশি পথকুকুর, বেড়ালদের খাওয়ানো হবে। তাদের টীকাকরন হবে। বার্ষিক ১০০টা কুকুর বিড়ালের স্টেরিলাইজেশন হবে। অসুস্থ, বয়স্ক, পরিত্যক্ত পথপশুদের ফস্টারিং করা হবে। আর একটা পেট ক্যাব কাম ২৪*৭ পরিষেবা-সহ পেট অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হবে। আরও অনেক পরিকল্পনা আছে পথপশুদের নিয়ে, যার বিস্তার হবে পশ্চিমবঙ্গের সব জেলায়।
এই পেট ক্যালেন্ডার ২০২৩ এর মডেল হলেন, চিরঞ্জিত চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, পল্লবী চট্টোপাধ্যায়, অরিজিৎ দত্ত, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র, এনা সাহা, নিখিল জৈন, কবি জয় গোস্বামী, রূপম ইসলাম, সমু মিত্র, প্রসূন ববন্দ্যোপাধ্যায়, শুভ্রজিত মিত্র প্রমুখ।
পেট মডেলদের নাম, পান্ডা, জিজি, কোকো, আম, আটি, পণ্ডিত, কিউবা, পপকর্ন, গোল্ডী, কোকো ঘোষ, পটকাই, গাজর, চেরী, স্ন্যাপ, ব্রুনো। এ সবই পারমিতার মস্তিষ্কপ্রসূত। পরিচালনাও তাঁরই। প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করেছেন সুদীপ। ক্রিয়েটিভ সুপারভাইজার সুকন্যা রক্ষিত গুপ্ত।