পিসি সরকার জুনিয়ারের বড় মেয়ে মানেকা সরকার তাঁর বাবার সঙ্গে ম্যাজিক দেখানো শুরু করে। তবে, পরবর্তীকালে নিজে একাই বিভিন্ন জায়গায় শো করে। মেজো এবং ছোট মেয়ে মমতাজ এবং মৌবনী দুজনেই অভিনয় জগতের খুবই পরিচিত মুখ। ২০১৩ সালে বিয়ে হয় মানেকা সরকারের। কিন্তু পরবর্তীতে তাঁদের ডিভোর্স হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ ৯৯৯, ১৫৯৯, ২০৯৯…সব জিনিসের দামের শেষে ৯৯ কেন থাকে জানেন? কারণ শুনলে কিছুক্ষণ অবাক হয়ে থাকবেন
মৌবনী সরকার বলেন, ‘বাবা-মায়ের সিদ্ধান্তে আমাদের সম্পূর্ণ মত আছে। আমরা মনে করি বাবা-মা যা করবে সেটা আমাদের জন্য বেস্ট হবে।’ পিসি সরকার জুনিয়ারের সঙ্গে কথা বলা হলে, তিনি জানান, ‘সম্পূর্ণ সঠিক বিজ্ঞাপন। একজন তিন কন্যার বাবা হিসেবে আমি সমাজের কাছে পাত্র চাইছি। আপনারা ভুলে যাবেন না আমিও রক্তমাংসের মানুষ। আমার পরিবারে বেশিরভাগ মানুষেরই কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে হয়েছে। আমিও চাই নাতি-নাতনির মুখ দেখতে। কোনরকম প্রচার চাই না, সু-পাত্রের হাতে মেয়েদের তুলে দিতে চাই।’