সংগ্রামের কথায়, ” আমাদের বিবাহবার্ষিকীর দিনেই বিচ্ছেদের এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। আর তারপর থেকেই পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু এমনকী সংবাদমাধ্যমের বন্ধুদের কাছ থেকে পাগলের মতো মেসেজ আসতে থাকে। আমাদের কী করা উচিত, তা নিয়ে ভাবনাচিন্তা করছিলাম। এরপরেই ব্যাখ্যা দেওয়ার কথা মাথায় আসে। আর আমি বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের একটি ছবি পোস্ট করার পর অবশ্য এই গুঞ্জন থেমে যায়। কিন্তু মানুষ কীভাবে আমাদের কাছ থেকে জিজ্ঞাসা না করেই এহেন গুজব ছড়ালেন, সেটাই মাথায় ঢুকছে না। আর এগুলি আমাদের পরিবারের উপর গভীর প্রভাব ফেলেছে। যেটা সবথেকে খারাপ লাগছে।”
advertisement
এই বিচ্ছেদের গুঞ্জনের জেরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছিলেন পায়েল। সব কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে অতীতে পায়েলকে বুঝিয়েছিলেন সংগ্রাম। এই প্রসঙ্গে তিনি জানান যে, “পায়েলজি খুবই এক্সপ্রেসিভ। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় ফাউন্ডেশন থেকে পদত্যাগের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। অন্যদিকে আমি আবার এই সমস্ত কাজ নীরবেই করতে পছন্দ করি। আমার রাগ খুবই কম।”
সংগ্রাম বলে চলেন, ” এমনকী আগেও আমি মাঝেমধ্যেই বলতাম, সব কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ঠিক নয়। এটি তাঁর ভাবমূর্তি এবং খ্যাতির উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু উনি শোনেন না। যদি তাঁর ভাল লাগে, তাহলে পোস্ট করতেই পারেন। পায়েলজির আসলে কোনও ফিল্টার নেই। উনি খুবই স্পষ্টবক্তা সোজাসাপ্টা। কিন্তু এটাই তাঁর স্বভাব। আমি বোঝাতাম যে, এই ধরনের বিষয় আমাদের মানসিক শান্তি নষ্ট করে। কিন্তু তাতে আমাদের বাকবিতণ্ডা ছাড়া কিছুই হত না। আর আমরা আলাদা ধরনের, তাই একসঙ্গে আছি। একরকম হলে হয়তো একসঙ্গে থাকতে পারতাম না।”
সংসার ভাঙার খবরের প্রভাব সম্পর্কে সংগ্রাম বলেন যে, “১০-১২ বছর আগে এই ধরনের খবর আমায় যন্ত্রণা দিত। কিন্তু এখন আমি মোটা চামড়ার মানুষ হয়ে গিয়েছি। আমরা পাবলিক ফিগার। তাই এই সমস্ত খবরে প্রভাবিত হওয়ার প্রশ্নই ওঠে না। আসলে লোকে নেতিবাচক খবর পড়তে বেশি ভালবাসেন। কিন্তু পায়েলজির উপর এর প্রভাব পড়ে। আসলে উনি অতিরিক্ত চিন্তা করেন এবং তারপরেই রাগে ফেটে পড়েন।”
সংগ্রামের মতে, “এমন অনেক জুটি রয়েছে, বাস্তবে যাঁদের মধ্যে ভাব-ভালবাসা নেই। অথচ একে অপরের সঙ্গে ছুটি কাটানো কিংবা ডেটের ছবি পোস্ট করে থাকেন তাঁরা। পরে অবশ্য তাঁদের সম্পর্ক চিরতরে ভেঙে যায়। এঁদের আমি ফেক কাপল বলি। আসল যুগলদের অবশ্য এই সমস্ত দেখনদারির প্রয়োজন পড়ে না।”
Keywords:
Original Link:
https://www.news18.com/movies/television/payal-rohatgi-was-affected-by-divorce-rumours-says-sangram-singh-she-overthinks-exclusive-9438125.html
Written By: Upasana