TRENDING:

একাধিক পুরুষের সঙ্গে একই সময়ে সমান্তরাল সম্পর্ক! পারসের অভিযোগের উত্তরে মুখ খুললেন পবিত্রা!

Last Updated:

বিগ বসের হাউজে ঢোকার পর থেকেই একাধিকবার শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। তাঁকে নিয়ে বহু চর্চা হয় বলিউডে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আবারও শিরোনামে বিগ বস ১৪ (Big Boss 14)-র প্রতিযোগী পবিত্রা পুনিয়া (Pavitra Punia)। আবারও প্রাক্তন প্রেমিক পারস ছাবরা (Paras Chhabra)-কে উত্তর দিলেন তিনি। বললেন, কারও কাছ থেকে তাঁর ক্যারাক্টার সার্টিফিকেট (Character Certificate)-এর প্রয়োজন নেই।
advertisement

বিগ বসের হাউজে ঢোকার পর থেকেই একাধিকবার শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। তাঁকে নিয়ে বহু চর্চা হয় বলিউডে (Bollywood)। কখনও প্রাক্তন প্রেমিক পারস ছাবরার অভিযোগ নিয়ে হোক তো কখনও তাঁর সঙ্গে BB14 হাউজের আরেক প্রতিযোগী ইজাজ খানের (Eijaz Khan) সম্পর্ক নিয়ে হোক- তাঁর লভ লাইফ (Love life) নিয়ে গল্পের শেষ নেই বলি-মহলে।

advertisement

পবিত্রা পুনিয়া বিগ বস হাউজে (Big Boss House) ঢোকার পর থেকেই তাঁকে নিয়ে একাধিক অভিযোগ আনতে শুরু করেন তাঁর প্রাক্তন প্রেমিক পারস ছাবরা। সম্পর্ক ভাঙার অভিযোগ তো আছেই, পাশাপাশি পবিত্রা তাঁকে ঠকান বলেও দাবি করেন পারস। বিগ বস হাউস থেকে বেরিয়ে অবশ্য এই সব অভিযোগের জবাব দিতে শুরু করেন অভিনেত্রী। আর সেই নিয়ে পারস-পবিত্রার লড়াই বার বার শিরোনামে উঠে আসে।

advertisement

পারসের দাবি, তাঁর সঙ্গে সম্পর্ক রাখার সময় পবিত্রা বিবাহিতা ছিলেন এবং বিয়ের পুরো বিষয়টি লুকিয়েছেন। এমনকি এখনও সেটা লুকিয়ে রাখেন। যার উত্তরে ETimesTv -কে দেওয়া সাক্ষাৎকারে পবিত্রা সরব হন। বলেন, তাঁর কারও কাছ থেকে কোনও ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে না। কেন না, সত্যিটা আসলে কী, সেটা তাঁর চেয়ে ভালো আর কেউ জানেন না!

advertisement

TOI-কে দেওয়া এই সাক্ষাৎকারে দু'জনকে একসঙ্গে ডেটিংয়ের কথা স্বীকার করে নিলেও পবিত্রার দাবি, এ সব তিনি করেছেন টিন-এজে। পবিত্রার কথায়- তিনি খুবই দুষ্টু ছিলেন ছোটবেলায়। তাই তাঁর দাবি- তিনি পারসকে ঠকাননি এবং তাঁর সঙ্গে সম্পর্কের সময়ে অন্য কারও সঙ্গে ডেটিং করেননি!

আর বিয়ে লুকিয়ে রাখার ব্যাপারে পবিত্রার সাফ কথা- তিনি তাঁর ব্যক্তিগত জীবনে কাউকে ঢুকতে দেবেন না কোনও দিন! আর যদি কেউ তাঁর নাম ব্যবহার করে, তাঁর সফলতা ব্যবহার করে নিজে খ্যাতি পেতে চায়, তা হলে তিনি তাঁকে সেখানেই আটকে দেবেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পারসের অভিযোগের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেও তিনি বিয়ে লুকিয়েছেন, সুমিত মাহেশ্বরীর (Sumit Maheshwari) এমন অভিযোগের বিরুদ্ধে অবশ্য পবিত্রা মুখ খোলেননি! দেখা যাক, এ বিষয়ে পরে তিনি কিছু বলেন কি না!

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
একাধিক পুরুষের সঙ্গে একই সময়ে সমান্তরাল সম্পর্ক! পারসের অভিযোগের উত্তরে মুখ খুললেন পবিত্রা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল