বলিউডের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতে এখনও পর্যন্ত গ্রস কালেকশন ৫৬৮ কোটি টাকা। দেশের বাইরেও 'পাঠান'-এর দৌড় এখনও থামেনি। শনিবারের পর বিশ্বজুড়ে এই ছবিটি আয় প্রায় ৯৩০ কোটি টাকা। মনে করা হচ্ছে, রবিবারের পর সেই অঙ্ক গিয়ে ৯৫০ কোটিতে দাঁড়াবে। অর্থাৎ এ বার হাজার কোটির ক্লাবের দিকে ধেয়ে যাচ্ছে শাহরুখ খানের ছবিটি।
advertisement
আরও পড়ুন: 'পাঠান'-এর সাফল্যের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন! শাহরুখের ছোট্ট ট্যুইট ঘিরে জল্পনা
আরও পড়ুন: যা তুমি পার, তা কেউ পারবে না! স্বামী আশুতোষের প্রসঙ্গ উঠতেই শাহরুখকে জবাব রেনুকার
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ানের 'শেহজাদা' এবং মার্ভেলের অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া। দুই বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতার মুখে 'পাঠান'। সেই ছাপ ছবিটির ব্যবসাতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
গত বছরে আমির খান-অক্ষয় কুমারদের মতো প্রথম সারির তারকাদের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমন অবস্থায় শাহরুখের 'পাঠান' নতুন আশার আলো দেখিয়েছে। লাগাতার ব্যর্থতার পর শাহরুখও আরও একবার মনে করিয়ে দিলেন, বলিউডের 'বাদশা' এখনও তিনিই।