অপেক্ষার আর মাত্র ছয় দিন। এবার বড় পর্দায় ঝড় তুললে আসছেন পাঠান শাহরুখ খান। সঙ্গী দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। পাঠান বেশে শাহরুখকে দেখতে অধীর আগ্রহে দিন গুনছেন অভিনেতার অগুনতি ভক্ত। পাঠান নিয়ে দর্শক সহ হল মালিক ও গোটা টিমের প্রত্যাশার পারদ একেবারে তুঙ্গে।
advertisement
এই রকম পরিস্থিতিতে বণিজ্য ও প্রদর্শনী (trade and exhibition sector)বিভাগ আশা করছে ২৫ জানুয়ারি অর্থাৎ পাঠান মুক্তির প্রথম দিনেই মোটামুটি ৩৫ থেকে ৪৫ কোটির ব্যবসা করে ফেলবে। এক্সিবিটার অক্ষয় রথি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, " ২৫ জানুয়ারি অর্থাৎ বুধবার থেকেই পাঠান নজরকড়া ব্যবসা করবে বক্স অফিসে। মুক্তির প্রথম দিনেই পাঠানের ঝুলিতে ৩৫ কোটি থেকে ৪৫ কোটি ব্যবসা করর প্রবল সম্ভবনা রয়েছে।"
অন্যদিকে প্রযোজক ও ফিল্ম সমালোচক গিরিশ জোহর বলেন, "পাঠানের ক্রেজ যে শুধু ভারতে এমনটা নয়, বিদেশেও পাঠান নিয়ে দর্শকের উত্তেজনা প্রবল। বুধবার সপ্তাহের মাঝে পাঠান মুক্তি পেলেও ৩৫ কোটি থেকে ৩৭ কোটির ব্যবসা করে ফেলতে পারে। আর যদি সেটা হয় তাহলে তো ওপেনিং ডে-তেই বাজিমাত করবে পাঠান। এছাড়াও ২৬ জানুয়ারি ছুটির দিন। তারপরেই উইকেন্ড।প্রথম পাঁচ দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটির ব্যবসা করে ফলতে পারবে পাঠান।"
২৫ জানুয়ারি মুক্তির পরেই বক্স অফিস কালেকশনের হিসাব স্পষ্ট হয়ে যাবে। বিশষজ্ঞদের অনুমান ঠিক হল কিনা তা বুঝতে অপেক্ষা আর কিছুদিনের। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর উইকেন্ড পাঠানের হাত ধরে বক্স অফিসে লক্ষ্মীলাভের সেরা সময় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই মুহূর্তে পাঠান একদিকে যেমন বলিউডের বহু প্রতিক্ষীত একটি মুভি, ঠিক তেমনই বহু বিতর্কিতও বটে। পাঠানের বিতর্কের আঁচ পড়েছে শাহরুখের পরবর্তী ছবি ডাঙ্কির সেটেও। বয়কট বিতর্কের মাঝে উন্মাদনাও বাড়ছে এই ছবি ঘিরে।