TRENDING:

Pathaan Advance Booking: শাহরুখের 'পাঠান' ছুঁয়ে ফেলবে ৩৫ কোটির মাইলস্টোন? বাম্পার অগ্রিম বুকিং শুরু! তুঙ্গে উন্মাদনা

Last Updated:

Pathaan Advance Booking: শাহরুখ খানের ছবি 'পাঠান'-এর অগ্রিম বুকিং শুরু হয়েছে। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিটি নিয়ে ভক্তদের উত্তেজনা প্রতিদিন বাড়ছে, সীমিত প্রেক্ষাগৃহে অগ্রিম বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত গতিতে টিকিট বিক্রি শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: শাহরুখ খানের ছবি 'পাঠান'-এর অগ্রিম বুকিং শুরু হয়েছে। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিটি নিয়ে ভক্তদের উত্তেজনা প্রতিদিন বাড়ছে, সীমিত প্রেক্ষাগৃহে অগ্রিম বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত গতিতে টিকিট বিক্রি শুরু হয়েছে। হায়দ্রাবাদের প্রসাদ মাল্টিপ্লেক্স থিয়েটার অগ্রিম বুকিং খোলার দুই ঘণ্টার মধ্যে ১৮,০০০ টি টিকিট বিক্রি করেছে। যেখানে মুম্বাইয়ের G7 মাল্টিপ্লেক্সে ফার্স্ট ডে ফার্স্ট শো প্রথম দুই ঘণ্টার মধ্যেই হাউসফুল হয়ে যায়। বাজার বিশেষজ্ঞরা এখন অনুমান করছেন যে 'পাঠান' উদ্বোধনী দিনে ৩৫ কোটি টাকারও বেশি ওপেনিং পেতে পারে।
বাড়ছে উন্মাদনা! ৩৫ কোটির  ছোঁবে পাঠান?
বাড়ছে উন্মাদনা! ৩৫ কোটির ছোঁবে পাঠান?
advertisement

অপেক্ষার আর মাত্র ছয় দিন। এবার বড় পর্দায় ঝড় তুললে আসছেন পাঠান শাহরুখ খান। সঙ্গী দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। পাঠান বেশে শাহরুখকে দেখতে অধীর আগ্রহে দিন গুনছেন অভিনেতার অগুনতি ভক্ত। পাঠান নিয়ে দর্শক সহ হল মালিক ও গোটা টিমের প্রত্যাশার পারদ একেবারে তুঙ্গে।

আরও পড়ুন: মুখে কি হঠাৎ এই লক্ষণ দেখছেন? Oral ক্যানসার নয় তো? অবহেলা না-করে এখনই চিকিৎসকের পরামর্শ নিন!

advertisement

এই রকম পরিস্থিতিতে বণিজ্য ও প্রদর্শনী (trade and exhibition sector)বিভাগ আশা করছে ২৫ জানুয়ারি অর্থাৎ পাঠান মুক্তির প্রথম দিনেই মোটামুটি ৩৫ থেকে ৪৫ কোটির ব্যবসা করে ফেলবে। এক্সিবিটার অক্ষয় রথি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, " ২৫ জানুয়ারি অর্থাৎ বুধবার থেকেই পাঠান নজরকড়া ব্যবসা করবে বক্স অফিসে। মুক্তির প্রথম দিনেই পাঠানের ঝুলিতে ৩৫ কোটি থেকে ৪৫ কোটি ব্যবসা করর প্রবল সম্ভবনা রয়েছে।"

advertisement

আরও পড়ুন: এখানে এলেই Bra খুলে ফেলে মেয়েরা! হাজার হাজার অন্তর্বাসের 'ব্রা বেড়ার' আসল কারণ জানলে চমকে যাবেন!

অন্যদিকে প্রযোজক ও ফিল্ম সমালোচক গিরিশ জোহর বলেন, "পাঠানের ক্রেজ যে শুধু ভারতে এমনটা নয়, বিদেশেও পাঠান নিয়ে দর্শকের উত্তেজনা প্রবল। বুধবার সপ্তাহের মাঝে পাঠান মুক্তি পেলেও ৩৫ কোটি থেকে ৩৭ কোটির ব্যবসা করে ফেলতে পারে। আর যদি সেটা হয় তাহলে তো ওপেনিং ডে-তেই বাজিমাত করবে পাঠান। এছাড়াও ২৬ জানুয়ারি ছুটির দিন। তারপরেই উইকেন্ড।প্রথম পাঁচ দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটির ব্যবসা করে ফলতে পারবে পাঠান।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২৫ জানুয়ারি মুক্তির পরেই বক্স অফিস কালেকশনের হিসাব স্পষ্ট হয়ে যাবে। বিশষজ্ঞদের অনুমান ঠিক হল কিনা তা বুঝতে অপেক্ষা আর কিছুদিনের। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর উইকেন্ড পাঠানের হাত ধরে বক্স অফিসে লক্ষ্মীলাভের সেরা সময় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই মুহূর্তে পাঠান একদিকে যেমন বলিউডের বহু প্রতিক্ষীত একটি মুভি, ঠিক তেমনই বহু বিতর্কিতও বটে। পাঠানের বিতর্কের আঁচ পড়েছে শাহরুখের পরবর্তী ছবি ডাঙ্কির সেটেও। বয়কট বিতর্কের মাঝে উন্মাদনাও বাড়ছে এই ছবি ঘিরে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan Advance Booking: শাহরুখের 'পাঠান' ছুঁয়ে ফেলবে ৩৫ কোটির মাইলস্টোন? বাম্পার অগ্রিম বুকিং শুরু! তুঙ্গে উন্মাদনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল