কিন্তু এই পরিণীতি চোপড়ায় ২০১৬ সালে ডুবে গিয়েছিলেন অবসাদের গহ্বরে। কিন্তু কেন? করণ জোহরের কফি উইথ করণের কাউচে বসেই সেই সব দিনের কথা নিজে মুখে জানিয়েছিলেন পরিণীতি চোপড়া। পাশে বসে আদিত্য রায় কাপুর। করণের সামনে বসে পরিণীতি জানিয়েছেন পরের পর ছবি ফ্লপ করায় অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। এমনকী করণ জোহরের সামনে হাউ হাউ করে কেঁদেছিলেন সেই সময়।
advertisement
দাওয়াত-এ-ইশক ও কিল দিল মুখ থুবড়ে পড়ার পর আর্থিক অনটনেও পড়েছিলেন পরিণীতি। ব্যক্তিগত জীবনেরও সেই সময় টালমাটাল পরিস্থিতিতে পড়েছিলেন নায়িকা। বহু হিট ছবির নায়িকা এক সময় নিজের শরীরের ওজন নিয়েও ভীষণ ভাবে চিন্তায় ছিলেন। কেরিয়ারে ফ্লপের স্বাদে একেবারে ভেঙে পড়েছিলেন নায়িকা।
আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে ছবি করবেন? শাহরুখের সোজা উত্তর, ‘হতেই পারে না’! কেন এমন বলেছিলেন বাদশা জানেন?
পরে ফের ঘুরে দাঁড়িয়েছেন পরিণীতি চোপড়া। এসেছে সুপারহিট ছবি। নিজেকে তিনি বরাবরই খুব মানসিক ভাবে শক্তিশালী মনে করতেন। তবে কেরিয়ারে ফ্লপের সময় পরিণীতি বুঝতে পারেন, আসলে তিনি কতটা দুর্বল। যদিও ঘুরে দাঁড়ানোর পর তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। প্রেমেও পড়েছেন, রাঘবের সঙ্গে বিয়েও সারলেন।