২০২০ সালে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েও হয়েছিল রাজস্থানের যোধপুরে। সেই সময় দিদির বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের শেষদিন পর্যন্ত দেখা গিয়েছিল পরিণীতিকে। কিন্তু পরিণীতির বিয়েতে গরহাজির প্রিয়াঙ্কা। জল্পনা ছিল মেয়ে মালতীকে নিয়ে ২৩ সেপ্টেম্বর উদয়পুর আসবেন প্রিয়াঙ্কা। তবে যত বেলা গড়াল প্রায় স্পষ্ট হয়ে যায় যে রাঘব-পরিণীতির জীবনের এমন একটা দিনের সাক্ষী থাকছেন না প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস বা মালতী কেউই।
advertisement
আরও পড়ুন: ‘ডিজাইনে গলদ’, তাহলে কি ভাঙা হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল? সিদ্ধান্ত জানিয়ে দিলেন ফিরহাদ
আরও পড়ুন: তিস্তার পারে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন, জলপাইগুড়ি শহরে অবিশ্বাস্য দৃশ্য! দেখুন
কোথায় প্রিয়াঙ্কা? কেন এলেন না বোনের বিয়েতে? সম্প্রতি প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাসের ঘর ভেঙেছে সেই কারণেই হয়তো এই সময়টা শ্বশুরবাড়িকেই প্রাধান্য দিচ্ছেন অভিনেত্রী। তবে তা ঘটেনি একেবারেই। বরং, প্রিয়াঙ্কা চোপড়া গিয়েছেন একটি অন্য অনুষ্ঠানে। একটি গানের অনুষ্ঠানে। শনিবার রাতে অভিনেত্রী গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পপ তারকা জে উলফের কনসার্টে।
জানা গেল, কনে-বিদায়ের সময়ে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গানটি চালানো হয়। লাল রঙের ভিন্টেজ গাড়িতে করে নবদম্পতি বিয়ের মণ্ডপ ছেড়ে যান। চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হল ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।