রাজস্থানের উদয়পুরে পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন রাঘব-পরিণীতি। বিয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল। মালাবদলের পরেই বর-বধুর একটি ভাইরাল ভিডিও হয়েছে।
আরও পড়ুন: বোনের বিয়েতে কেন এলেন না দিদি প্রিয়াঙ্কা? মেয়ের অনুপস্থিতির আসল কারণ জানালেন মা মধু চোপড়া
ভিডিওতে দেখা যাচ্ছে স্বামীর হাত ধরে হাসছেন পরিণীতি। ভিডিওতে দেখা যাচ্ছে পরিণীতি ইশারা করে অতিথিদের মধ্যে কাউকে বলেন ‘বন্ধ করো’, পরে ‘বিহেভ’ বলতেও দেখা যায় বলি নায়িকাকে।
advertisement
মজার ছলেই একথা বলেছেন পরিণীতি। তাঁর হাসিই জানান দিচ্ছে একরাশ খুশি। পরে স্বামীর গালে আলতো করে চুমুও খেলেন অভিনেত্রী।
মঙ্গলবার বিয়ের পরও প্রথমবার প্রকাশ্যে এলেন নবদম্পতি। তবে জমকালো কোনও সাজ ছাড়াই, একেবারে সাধারণ পোশাকে স্বামীর সঙ্গে ধরা দিলেন প্রিয়াঙ্কার বোন। গোলাপি ট্যাঙ্ক টপে দেখা দিলেন পরিণীতি। সঙ্গে গায়ে ছিল রং মিলিয়ে এক পঙ্কু এবং নীল ট্রাউসার। সাদা শার্ট এবং কালো প্যান্টে দারুণ দেখাচ্ছিল রাঘবকেও।