জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই৷ এ বার এক রেঁস্তোরার বাইরে দেখা মিলল দু'জনের৷ পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব ছাবড়ার রসায়ন প্রকাশ্যে। সূত্রের খবর অনুযায়ী, এই রাজনৈতিক নেতার প্রেমেই নাকি মজেছেন প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন৷
হিন্দুস্থান টাইমসের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাঘব এবং পরিনীতি বেশ কিছুদিন ধরেই একে অপরকে ডেট করছেন এবং এই সম্পর্কে তাঁরা দু'জনেই বেশ খুশি৷ রাঘব আর পরিনীতি অবশ্য একে অপরকে অনেক দিন ধরেই ভাল ভাবে চেনেন। তবে প্রেমের বয়স খুব বেশি দিন নয়।
advertisement
সংবাদ সংস্থা সূত্রে আরও জানা যাচ্ছে, দুই তারকার মধ্যে মিলও প্রচুর৷ ঘুরতে যেতে এবং খেতে দু'জনেই ভালবাসেন৷ এ ছাড়া জীবনকে পরিপূর্ণভাবে বাঁচার ইচ্ছে দুই তারকার মধ্যেই প্রবল৷ জুটিকে দেখে স্পষ্ট বোঝা যায় যে, তাঁরা একে অপেরের সঙ্গে বেশ খুশি৷ আর জীবনের এই নতুন পথচলা দু'জনেই চুটিয়ে উপভোগ করছেন৷
আরও পড়ুন: দ্বিতীয়বার বাবা হলেন আতিফ আসলাম! সদ্যোজাতের আদুরে ছবিতে উত্তাল নেটপাড়া
বলিউডে বহু নায়কের সঙ্গেই পর্দায় রোম্যান্স করেছেন পরিনীতি৷ কোনও নায়কের সঙ্গেই সে ভাবে কোনও দিন নাম জড়ায়নি তাঁর৷ হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটা পুরনো সাক্ষাৎকারে বিয়ে নিয়ে তাঁর মতামত খোলসা করেছিলেন ‘ইশকজাদে’ তারকা৷ তিনি বলেছিলেন, ‘‘ব্যক্তিগত জীবনে আমি সত্যিই বিয়ে করতে চাই, সন্তানও নিতে চাই৷ কারণ এই দুটি সিদ্ধান্তই জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’’ কেরিয়ারের ক্ষেত্রেও ওঠা-পড়া, দুই পেতে চান পরিনীতি৷ কারণ তাঁর মতে পেশাগত ক্ষেত্রে ওঠা-পড়া উভয়েই যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ মনের মানুষকে খুঁজে পেলেই বিয়ে করবেন তিনি, এমনটাই জানিয়েছিলেন বলি-নায়িকা৷
