TRENDING:

Gauhar Khan Baby Shower: জমজমাট বেবি শাওয়ার! কেক কাটা থেকে ডান্স ফ্লোর মাতালেন গওহর, রইল ভিডিও

Last Updated:

Gauhar Khan Baby Shower: গত রবিবার অর্থাৎ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল গওহর খানের সাধের অনুষ্ঠান৷ সাধের অনুষ্ঠানের দিন প্রিন্টেড গাউনে সেজেছিলেন গওহর৷ স্বামী জায়েদের সঙ্গে কেক কেটে, ডান্স করে বেবি শাওয়ার সেলিব্রেশন করেছেন বলি নায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডে মা হওয়ার হিড়িক লেগেই থাকে৷ চলতি বছরেই মা হতে চলেছেন গওহর খান৷ আলিয়া ভাট ও বিপাশা বসু, প্রিয়ঙ্কা চোপড়া পর সুখবর শুনিয়েছিলেন গওহর খান৷ সোশ্যাল মিডিয়ায় স্বামী জায়েদের সঙ্গে ভিডিও শেয়ার করে সুখবর দিয়েছিলেন নায়িকা৷ গওহর খানের মা হওয়ার খবরে শুভেচ্ছায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা৷ নেটিজেন থেকে বন্ধুরা, সহকর্মীরা সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন নায়িকাকে৷
জমজমাট বেবি শাওয়ার! কেক কাটা থেকে ডান্স ফ্লোর মাতালেন গওহর, রইল ভিডিও
জমজমাট বেবি শাওয়ার! কেক কাটা থেকে ডান্স ফ্লোর মাতালেন গওহর, রইল ভিডিও
advertisement

গত রবিবার অর্থাৎ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল গওহর খানের সাধের অনুষ্ঠান৷ সাধের অনুষ্ঠানের দিন প্রিন্টেড গাউনে সেজেছিলেন গওহর৷ স্বামী জায়েদের সঙ্গে কেক কেটে, ডান্স করে বেবি শাওয়ার সেলিব্রেশন করেছেন বলি নায়িকা৷ গোল্ডেন বেলুন ও ফুল দিয়ে পুরো জায়গাটি সাজানো হয়েছিল৷ জমজমাট সাধের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন পাপারাৎজিরা৷ তাদের ক্যামেরাতেই লেন্সবন্দি হয়েছিলেন হবু মা ও বাবা৷ মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ সকলেই হবু মা গওহরকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷

advertisement

আরও পড়ুন-পোশাক কই! শরীর ঢাকতে এ কী কাণ্ড ঘটালেন উরফি, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

আরও পড়ুন-লোভে পড়ে টাকা দিয়ে পুরস্কার কিনেছিলেন ঋষি? ফাঁদে পড়েন অমিতাভ? তোলপাড় বলিউড

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২০ সালে জায়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর খান৷ প্রায় সাত মাস প্রেম করার পর ঘর বাঁধেন নায়িকা৷ বছর শেষেই খুশির খবর দেন অভিনেত্রী৷ ৩৯ বছর বয়সে মা হতে চলেছেন নায়িকা৷ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন মডেলও বটে৷ মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেন গওহর খান৷ ২০১৩ সালে বিগ বস ৭-এর বিজয়ী হয়েছিলেন গওহর খান৷ আপাতত প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন গওহর ও জায়েদ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Gauhar Khan Baby Shower: জমজমাট বেবি শাওয়ার! কেক কাটা থেকে ডান্স ফ্লোর মাতালেন গওহর, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল