নকল জন্মদিনের পিছনে রয়েছে এক অদ্ভুত গল্প:
৫ সেপ্টেম্বর জন্মদিনের গল্প বলতে গিয়ে তিনি বলেন, 'ভাই গ্রামের স্কুলে ভর্তি হতে গিয়েছিল। ভর্তির জন্য পৌঁছলে শিক্ষক জিজ্ঞেস করলেন, জন্মদিন কবে? কী লিখবেন? ভাই বললেন– সেপ্টেম্বরের কথা মনে আছে কিন্তু তারিখ মনে নেই। কত তারিখ তা জেনে আসেননি বাড়ি থেকে। শিক্ষক হয়তো বলেছিলেন- ৫ সেপ্টেম্বর একটি ভালো দিন এবং এটি শিক্ষক দিবস, তবে ওটাই থাক। তারপর থেকে ৫ সেপ্টেম্বর আমার জন্মদিন হতে শুরু করে।
advertisement
আরও পড়ুন: হাড় হিম করা অ্যাকশন থ্রিলারে হৃতিক-সইফ জুটি! প্রকাশ্যে এল 'বিক্রম বেদা'র ট্রেলারের তারিখ
আরও পড়ুন: 'কষ্টের কি জাত-ধর্ম আছে!' পাশের দেশে ভয়ঙ্কর বন্যায় কেন চুপ বলিউড, প্রশ্ন পাক তারকার
পঙ্কজ ত্রিপাঠীকে এই জায়গায় পৌঁছতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। পঙ্কজ ত্রিপাঠী বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান্দ গ্রামে ২৮ সেপ্টেম্বর ১৯৭৬-এ জন্মগ্রহণ করেন। বিহারের এই ছোট্ট গ্রামে জন্ম থেকে বলিউডে এই সাফল্য়ের এই রাস্তা ছিল বেশ কঠিন। পঙ্কজ ত্রিপাঠিকে সেই পথে চলতে অনেক সংগ্রাম করতে হয়েছে। জানা যায়, পঙ্কজ ত্রিপাঠি পাটনার বিখ্যাত হোটেল মৌর্য হোটেলে কাজ করতেন।