TRENDING:

ভাবতে পারছেন পঙ্কজ ত্রিপাঠির বছরে দু'দিন জন্মদিন! গোপন কথা ফাঁস করলেন নিজেই

Last Updated:

Pankaj Tripathi : পঙ্কজ ত্রিপাঠী ক্যামেরার সামনে এসে জানিয়েছেন কোনটি তাঁর আসল জন্মদিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড ও ওটিটিতে এখন জনপ্রিয় এক নাম- পঙ্কজ ত্রিপাঠি। তাঁর জন্মদিন নিয়ে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি। পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন সম্পর্কে ইন্টারনেটে দেওয়া তথ্যে দুটি তারিখ দেওয়া হয়েছে। এরমধ্যে একটি হল ৫সেপ্টেম্বর। জন্মদিন সংক্রান্ত দ্বিতীয় আরও এক তারিখ পাওয়া গেছে, তা ২৮ সেপ্টেম্বর। এই সমস্যা নিজেই দূর করেছেন অভিনেতা। পঙ্কজ ত্রিপাঠী ক্যামেরার সামনে এসে জানিয়েছেন কোনটি তাঁর আসল জন্মদিন। তবে তাঁর আসল জন্মদিন কবে?
advertisement

নকল জন্মদিনের পিছনে রয়েছে এক অদ্ভুত গল্প:

৫ সেপ্টেম্বর জন্মদিনের গল্প বলতে গিয়ে তিনি বলেন, 'ভাই গ্রামের স্কুলে ভর্তি হতে গিয়েছিল। ভর্তির জন্য পৌঁছলে শিক্ষক জিজ্ঞেস করলেন, জন্মদিন কবে? কী লিখবেন? ভাই বললেন– সেপ্টেম্বরের কথা মনে আছে কিন্তু তারিখ মনে নেই। কত তারিখ তা জেনে আসেননি বাড়ি থেকে। শিক্ষক হয়তো বলেছিলেন- ৫ সেপ্টেম্বর একটি ভালো দিন এবং এটি শিক্ষক দিবস, তবে ওটাই থাক। তারপর থেকে ৫ সেপ্টেম্বর আমার জন্মদিন হতে শুরু করে।

advertisement

আরও পড়ুন: হাড় হিম করা অ্যাকশন থ্রিলারে হৃতিক-সইফ জুটি! প্রকাশ্যে এল 'বিক্রম বেদা'র ট্রেলারের তারিখ

আরও পড়ুন: 'কষ্টের কি জাত-ধর্ম আছে!' পাশের দেশে ভয়ঙ্কর বন্যায় কেন চুপ বলিউড, প্রশ্ন পাক তারকার

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পঙ্কজ ত্রিপাঠীকে এই জায়গায় পৌঁছতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। পঙ্কজ ত্রিপাঠী বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান্দ গ্রামে ২৮ সেপ্টেম্বর ১৯৭৬-এ জন্মগ্রহণ করেন। বিহারের এই ছোট্ট গ্রামে জন্ম থেকে বলিউডে এই সাফল্য়ের এই রাস্তা ছিল বেশ কঠিন। পঙ্কজ ত্রিপাঠিকে সেই পথে চলতে অনেক সংগ্রাম করতে হয়েছে। জানা যায়, পঙ্কজ ত্রিপাঠি পাটনার বিখ্যাত হোটেল মৌর্য হোটেলে কাজ করতেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাবতে পারছেন পঙ্কজ ত্রিপাঠির বছরে দু'দিন জন্মদিন! গোপন কথা ফাঁস করলেন নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল