আরও পড়ুন: বিকেল-সন্ধ্যায় দুম করে ভোলবদল হবে আবহাওয়া, হু হু করে হাওয়া বইবে, সঙ্গী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি
এ ছাড়াও পল্লবীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, নিউ টাউনে মোট ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট বুকিং করেছিলেন সাগ্নিক। সেই ফ্ল্যাট ছিল সাগ্নিক ও তাঁর বাবার নামে। অভিযোগ, সেই ফ্ল্যাট কেনার জন্যও টাকা দিয়েছিলেন পল্লবী। লক্ষ লক্ষ টাকা, মোট অঙ্কের বেশিরভাগটাই নাকি পল্লবীর কাছ থেকে নিয়েছিলেন সাগ্নিক। এ ছাড়া পল্লবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও নমিনি ছিল সাগ্নিক। সেখান থেকেও টাকা হাতানোর চেষ্টা করা হতে পারে বলে অভিযোগ করা হচ্ছে। স্বাভাবিক কারণে পুলিশ এই দিকগুলিও খতিয়ে দেখছে।
advertisement
আরও পড়ুন - অভিশপ্ত এলাকা! কলকাতার এই রাস্তায় পথচারীদেরও হেলমেট পরার নির্দেশ
এ ছাড়াও অভিনেত্রী পল্লবী দে মৃত্যুতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। রবিবার গড়ফা থানার পুলিশ দীর্ঘক্ষণ জেরা করে পল্লবীর লিভ ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে। আজ তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে অভিনেত্রীর পরিবার। অভিনেত্রীর পরিবার ইতিমধ্যেই জানিয়েছেন সাগ্নিক বিবাহিত। একজনের সঙ্গে আইনি মতে বিয়ে করেছিলেন তিনি। এছাড়াও আরও এক তৃতীয় ব্যক্তির নাম উঠে আসছে এই ঘটনায়। জানা যাচ্ছে, ঐন্দ্রিলা বলে আরও একজন মহিলার সঙ্গে তাঁর সম্প্রতি সম্পর্ক গড়ে ওঠে। পল্লবীর পরিবার জানিয়েছে, অভিনেত্রী যখন শ্যুটিংয়ে ব্যস্ত থাকতেন, তখন সেই ফ্ল্যাটে ওই মহিলাকে নিয়ে আসতেন সাগ্নিক। এই নিয়েই তাঁদের মধ্যে অশান্তি বলে জানা যাচ্ছে। সেই ঐন্দ্রিলা সরকারের বিরুদ্ধেও খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার৷
Arpita Hazra